adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্টে বাংলাদেশ-ভারত পরিসংখ্যান

INDIAক্রীড়া প্রতিবেদক : আগামী মাসে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে ভারত সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদে। শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি। প্রতিদিন খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়।

ভারতের বিরুদ্ধে এর আগে মোট আটটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে টাইগাররা দুইটিতে ড্র করেছে ও আটটিতে হেরেছে। এই সিরিজ শুরুর আগে টেস্টে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পরিসংখ্যান জেনে নেয়া যাক।

বাংলাদেশ

মোট ম্যাচ: আটটি

ড্র: ২টি

হার: ছয়টি

দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ৪০০ রান

দলীয় সর্বনিম্ন সংগ্রহ: ৯১ রান

মোহাম্মদ আশরাফুল: ৩৮৬ রান

এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ: মোহাম্মদ আশরাফুল-১৫৮*

বেশি সেঞ্চুরি: আমিনুল ইসলাম ১টি, মুশফিকুর রহিম ১টি, তামিম ইকবাল ১টি, মোহাম্মদ আশরাফুল ১টি।

বেশি অর্ধশত: মোহাম্মদ আশরাফুল-৩টি

বেশি উইকেটশিকারি বোলার: মোহাম্মদ রফিক-১৫টি

বেশি ক্যাচ: হাবিবুল বাশার সুমন-৪টি

বেশি ডিসমিসাল: মুশফিকুর রহিম-৮টি

 

ভারত

মোট ম্যাচ: আটটি

জয়: ছয়টি

ড্র: ২টি

দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ৬১০/৩ডি

দলীয় সর্বনিম্ন রান: ২৪৩ রান

ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ: শচীন টেন্ডুলকার-৮২০ রান

এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ: শচীন টেন্ডুলকার-২৪৮*

বেশি সেঞ্চুরি: শচীন টেন্ডুলকার- ৫টি

বেশি অর্ধশত: শচীন টেন্ডুলকার-৫টি

বেশি উইকেটশিকারি বোলার: জহির খান-৩১টি

বেশি ক্যাচ: রাহুল দ্রাবিড়-১৩টি

বেশি ডিসমিসাল: মহেন্দ্র সিং ধোনি-১৫টি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া