adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে হারাতে অলরাউন্ড পারফরেমন্স দেখাতে হবে

tamimডেস্ক রিপোর্ট : আগামী রবিবার ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ। কাগজে কলমে ভারত অনেক শক্তিশালী দল। তামিম ইকবালও সেটা মানছেন। তবে ওই দিন যারা ভাল খেলবে তারাই জিতবে বলে মনে করেন এই ড্যাশিং ওপেনার।

শুক্রবার মিরপুর ইনডোরে দুপুরের অনুশীলন শেষে তামিম বলেন, ‘ভারত শক্তিশালী একটি দল। তাদের সঙ্গে যারাই প্রতিপক্ষ থাকে, তাদের ভিন্ন ধরনের অনুভূতি থাকাটাই স্বাভাবিক। ওরা এশিয়া কাপে ভাল ক্রিকেট খেলছে। তবে, আমরাও খুব ভাল ক্রিকেট খেলেছি। শেষ তিনটি ম্যাচে আমরা অনেক ভাল ক্রিকেট খেলেছি। ফাইনালে যেকোনও কিছুই হতে পারে। যে দল ভাল ক্রিকেট খেলবে তারাই জিতবে।’

ভারতের মতো দলকে হারাতে হলে তিন বিভাগেই ভাল করতে হবে বলে জানান তামিম। তিনি বলেন, ‘একটি ব্যাপার হলো, ভারতের সঙ্গে জিততে হলে তিন বিভাগেই সেরা ক্রিকেট খেলতে হবে আমাদের। এই তিন বিভাগে আমাদের অনেক শক্তিশালী থাকতে হবে। প্রথম ম্যাচে ওরা খুব বাজে অবস্থা থেকে ফিরে এসে ম্যাচ জিতেছে। ওদের সেই স্কিল রয়েছে। ওই ম্যাচে আমাদের কিছু ভুল ছিল। এবার ওই ভুলগুলো আমরা কম করলে সবকিছুই সম্ভব।’

ভারতের বিপক্ষে তামিমের রেকর্ড দারণ। সেই অতীত আত্মবিশ্বাস যোগায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ভাল খেলেছি। কিন্তু এগুলো অতীত। রবিবার যখন আমি শুরু করব তখন নতুন একটি দিন। আমাদের শূন্য থেকেই শুরু করতে হবে। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করব। আমার যে পরিকল্পনা রয়েছে আমি চেষ্টা করব ওটা পূরণ করার। যাতে করে দল উপকৃত হয়।’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া