adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ৫২টি দেশের নৌমহড়া

1454630340ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরে ৫২টি দেশের নৌমহড়া শুরু হয়েছে। ভারতের আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ আন্তর্জাতিক নৌমহড়া চলবে পাঁচ দিন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বৃহস্পতিবার মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তার আহ্বানে সাড়া দিয়ে আয়োজন করা এ নৌমহড়া বিশ্বের ইতিহাসে বৃহত্তম নৌমহড়াগুলোর অন্যতম হয়ে উঠতে চলেছে। মহড়ায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নৌসেনারাও। বিভেদ সত্ত্বেও মহড়ায় শামিল হয়েছে চীন আর জাপান। এমন দৃশ্য নিকট অতীতে বিরল। আন্তর্জাতিক রাজনীতির চলমান জটিল সমীকরণের মধ্যে এতগুলো দেশের একসঙ্গে মহড়ায় অংশ নেয়াকে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স তো আছেই; মহড়ায় যোগ দিয়েছে দক্ষিণ কোরিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, পেরুসহ আরও বেশ কিছু দেশ।
ভারতীয় আর চীনা নৌসেনার যৌথ মহড়া মোটেই খুব একটা সুলভ দৃশ্য নয়। কিন্তু ভারতের আয়োজনে শুরু হওয়া ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর) বিশ্বকে এমন অনেক বিরল দৃশ্য উপহার দিতে চলেছে।

বঙ্গোপসাগরে অর্থাৎ ভারতের পূর্ব উপকূলে এই মহড়ার আয়োজন করা হয়েছে। বিশাখাপত্তম বন্দরকে কেন্দ্র করে মহড়া চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন দেশের নৌসেনার নানা ধরনের যুদ্ধজাহাজ হাজির হয়েছে বিশাখাপত্তমে। ভারতীয় নৌসেনারা বুধবার থেকেই কিছু কিছু মহড়া শুরু করেছেন।

নৌমহড়ায় গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিতে তৈরি ভারত। নৌমহড়া উপলক্ষে বঙ্গোপসাগরের বুকে যা আয়োজন হয়েছে, তার মাত্র কয়েক ঝলকই বিস্ময় জাগাচ্ছে মহড়ায় হাজির হওয়া বিভিন্ন দেশের নৌবাহিনীর চোখে। এয়ারক্রাফট ক্যারিয়ার, গাইডেড মিসাইল ডেসট্রয়ার, নৌসেনার হেলিকপ্টার বাহিনী, মার্কোস কমান্ডোসহ ভারতের বিপুল শক্তির প্রদর্শনী রয়েছে নৌমহড়ায়।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া