adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোববার প্রেসিডিয়াম সভা ডেকেছেন এরশাদ

Ershad61454151072নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা ডেকেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার বেলা এগারটায় এরশাদের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত হবে জাতীয় পার্টির নীতি নির্ধারণী ফোরামের এই সভা। সভায় দলের চেয়ারম্যান এরশাদের সভাপতিত্ব করার কথা রয়েছে।
 
জানা গেছে, কো চেয়ারম্যান ও নতুন মহাসচিব নিয়োগকে কেন্দ্র করে পর্যালোচনা হতে পারে এ সভায়। এতে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে দলের চেয়ারম্যান নিজেই উদ্যোগ নিয়েছেন। দপ্তর থেকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি প্রেসিডিয়াম সদস্যদের ফোন করে সভায় আসার নির্দেশ দিয়েছেন।
 
দলীয় সূত্র জানায়, দলের নীতি নির্ধারণী সভায় এই প্রথম কো চেয়ারম্যান হিসেবে জিএম কাদের ও নতুন মহাসচিব হিসেবে এবিএম রুহুল আমীন হাওলাদারের অভিষেক হচ্ছে। দুজনের নিয়োগ কেন্দ্র করে এরশাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
 
রংপুর সফরে গিয়ে এরশাদ তার ছোটভাই জিএম কাদেরকে দলের কো চেয়ারম্যান নিয়োগ দেন। পরেরদিন ঢাকায় সংবাদ সম্মেলন করে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে সরিয়ে নতুন মহাসচিব ঘোষণা দেন এবিএম রুহুল আমীন হাওলাদারকে। বিষয়টি মেনে নিতে পারেননি রওশন এরশাদ। তিনি এরশাদকে সিদ্ধান্ত গঠনতান্ত্রিক নয় উল্লেখ করে তা পুনর্বিবেচনার অনুরোধ জানান। এরশাদও চিঠি দিয়ে তাকে জানিয়ে দেন এই সিদ্ধান্ত গঠনতান্ত্রিক এবং পুনর্বিবেচনার কোনো সুযোগ নাই। রওশনের বিরোধীতার মুখে দলের কো চেয়ারম্যান জিএম কাদের ও নতুন মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারকে নিয়েই সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছেন এরশাদ। এ অবস্থায় রোববার ডাকা হয়েছে দলের সর্বোচ্চ ফোরামের এই সভা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া