adv
১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জাসদ-আ.লীগে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ

index_113964ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ইসলামপুর এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার মিত্র জাসদের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষে আওয়ামী লীগ ও জাসদের দুই নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় জাসদ নেতা শামীম হোসেন ও আওয়ামী লীগ নেতা রুমেল মাস্টারকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার মিত্র জাসদের মধ্যে। এরই ধারাবাহিকতায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ নেতা রুমেল মাস্টারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল জাসদ নেতা শামীম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এ খবর ছড়িয়ে পড়লে জাসদ নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা রুমেল মাস্টারের উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করে।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানিয়েছেন, এলাকায় দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া