adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলের প্রথম দিনে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লড়াই

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম আসর আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে। ইতোমধ্যে চার-ছক্কার এ টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে আয়োজকরা। তবে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের কারণে আংশিক সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার প্রথম ১৭ দিনের সূচি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেলে বাকি সূচি ঘোষণা করা হবে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম। আইপিএল শুরু হচ্ছে ঠিক এক মাস পরে, অর্থাৎ ২২ মার্চ। সূচি ঘোষণা করা হয়েছে ৭ এপ্রিল পর্যন্ত।

টুর্নামেন্টটির প্রথম ম্যাচে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। অর্থাৎ প্রথম ম্যাচেই দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলির লড়াই। গতবার ট্রফি জেতার সুবাদে এবার প্রথম ম্যাচ খেলবে চেন্নাই। খেলা হবে তাদেরই ঘরের মাঠে চিপক স্টেডিয়ামে।

২২ মার্চ শুক্রবার আইপিএলের পর্দা উঠবে।। তারপর শনি ও রোববার, দু’দিনই দু’টি করে ম্যাচ রয়েছে। অর্থাৎ আইপিএলের শুরুতেই দর্শকদের কাছে ভরপুর বিনোদন উপহার দেয়ার ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। ২৩ মার্চ প্রথম ম্যাচটি হবে পঞ্জাব এবং দিল্লির। সেই ম্যাচ মোহালিতে। রাতের ম্যাচে খেলবে কলকাতা এবং হায়দরাবাদ। সেই ম্যাচ কলকাতায়। অর্থাৎ আইপিএলের দ্বিতীয় দিনই নামবে কলকাতা।

২৪ মার্চ রোববার দুপুরের ম্যাচে খেলবে রাজস্থান ও লখনৌ। রাতের ম্যাচে খেলবে গুজরাট ও মুম্বাই। এই ম্যাচটি নিয়েও আলাদা আগ্রহ তৈরি হয়েছে। কারণ এবারই গুজরাট থেকে হার্দিক পান্ডিয়াকে ছিনিয়ে এনেছে মুম্বাই। নতুন দলের অধিনায়ক হিসাবে হার্দিক প্রথম ম্যাচেই খেলবেন পুরোনো দলের বিপক্ষে। সেই ম্যাচ নিয়ে যে আলাদা উত্তেজনা তৈরি হতে চলেছে তা নিয়ে সন্দেহ নেই। পাঁচটি ট্রফি জেতার পর প্রথমবার মুম্বাইয়ের সাধারণ ক্রিকেটার হিসেবে নামবেন রোহিত শর্মা।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
26272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া