adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়া কেনো দাঁড়িয়ে ঘুমায়

ডেস্ক রিপাের্ট: সৃষ্টিজগতের প্রায় সব প্রাণীই বসে অথবা শুয়ে ঘুমায়। কিন্তু আমরা প্রায় সবাই জানি ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়। কিন্তু কেন ঘুমায় কিংবা সবসময়ই কি দাঁড়িয়ে ঘুমায় এই প্রাণী? এই তথ্য অনেকেই জানেন না।

জানলে অবাক হবেন, ঘোড়া মূলত আত্মরক্ষার জন্য দাঁড়িয়ে ঘুমায়। আসলে এই প্রাণীটির শরীর তুলনামূলক খুব ভারী হয়। এদের পিঠ একদম সোজা। তাই একবার বসলে অন্য প্রাণীর তুলনায় এদের উঠতে অনেকটা বেশি সময় লাগে।

বসে বা শুয়ে থাকা অবস্থায় যদি হঠাৎ কেউ এসে ঘোড়াকে আক্রমণ করে, তাহলে দাঁড়াতেই অনেকটা সময় লেগে যায় তার। একইসঙ্গে দৌড়াতেও অনেক দেরি হয়ে যায়। ততক্ষণে আক্রমণকারী ঘোড়াকে আক্রমণ করে বসতে পারে। সেজন্যই ঘোড়ারা দাঁড়িয়ে ঘুমায়।

এখন প্রশ্ন জাগতে পারে, ঘুমের ঘোরে তারা হেলে পড়ে না কেন? ঘোড়ার পায়ের বিশেষ ক্ষমতা আছে। এজন্য তারা ঘুমানোর সময় হাঁটু শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারে। আর তাই ঘুমন্ত অবস্থায় তারা পড়ে যায় না। কোনোরকম ক্লান্তি ছাড়াই দীর্ঘসময় দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারে এই প্রাণী। এজন্যই তারা অনায়াসে দাঁড়ানো অবস্থায় ঘুমিয়ে কাটাতে পারে।

তবে ঘোড়া যে কেবল দাঁড়িয়েই ঘুমায় এমন ধারণা কিন্তু ভুল। নিরাপদ স্থান মনে করলে এরা বসে বা শুয়েও ঘুমায়। দিনে ৬/৭ ঘণ্টা ঘুমায় একটি সুস্থ ঘোড়া। এদের ঘুমের উপযুক্ত সময় হচ্ছে রাত থেকে ভোর অবদি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া