adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপেই নির্ধারণ হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আট দল, বাংলাদেশ কী সুযোগ পাবে?

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে ষষ্ঠ রাউন্ডের ম্যাচ চলছে। এই টুর্নামেন্ট থেকেই নির্ধারণ করা হবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে কোন আট দল। স্বাগতিক হওয়ায় পাকিস্তান থাকছেই, তাদের সঙ্গে যোগ দেবে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের শীর্ষ সাত দল।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে একজন আইসিসি মুখপাত্র নিশ্চিত করেছেন, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাই পদ্ধতি ২০২১ সালে অনুমোদন করেছিল আইসিসি বোর্ড।
এমন সিদ্ধান্তে বেশ কয়েকটি বোর্ড হতবাক। তাদের মধ্যে যেমন রয়েছে ভারত বিশ্বকাপে অংশ নেওয়া কয়েকটি দেশ, তেমনই আছে বিশ্বকাপে উঠতে না পারা দলগুলো। তাদের দাবি, এমন বাছাই পদ্ধতি সম্পর্কে তারা অবগত ছিল না। – বাংলাট্রিবিউন

ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মতো পূর্ণ সদস্য দেশগুলো এই টুর্নামেন্টে স্বাভাবিকভাবে অংশ নিতে পারবে না। কারণ তারা চলতি বিশ্বকাপের টিকিট পায়নি।
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দুটি দলের ভাগ্যেও জুটছে না চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট। বর্তমানে নবম স্থানে আছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে শনিবার টানা পঞ্চম ম্যাচ হেরে তাদের সেমিফাইনালের স্বপ্ন ভেস্তে গেছে। ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেছিলেন, র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ভাবনা তাদের। তবে পরের দিনই জানা গেলো, বিশ্বকাপেই চূড়ান্ত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল।

নিশ্চিতভাবে এবার এই টুর্নামেন্টের টিকিট পাওয়ার লক্ষ্যে বাকি তিন ম্যাচ খেলবে বাংলাদেশ। পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের পরের ম্যাচ। সেমিফাইনালে উঠতে না পারার দুঃখ কি চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেয়ে ঘুচাতে পারবে বাংলাদেশ?

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া