adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি

স্পাের্টস ডেস্ক চলমান বিশ্বকাপের ফাইনাল ম্যাচসহ আগামী ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। সর্বমোট এবারের আসরের ৫টি ম্যাচ হবে এই মাঠে। বিশ্বকাপ শুরু হতে না হতেই স্টেডিয়ামটি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিকে ই-মেইলে মাধ্যমে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সঙ্গে স্টেডিয়ামটি যার নামাঙ্কিত সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই নাশকতার হুমকি পেয়েছে ভারতের জাতীয় তদন্ত এজেন্সি (এনআইএ)। – ইন্ডিয়ানটাইমস

জাতীয় তদন্ত এজেন্সি (এনআইএ) ইমেইলে এই হুমকি পাওয়ার পর তৎক্ষণাৎ মুম্বাই পুলিশকে বিষয়টি জানিয়ে সতর্ক করে দেয়। গুজরাট পুলিশের পাশাপাশি আরও কিছু নিরাপত্তা সংস্থাকে বিষয়টি জানিয়ে সতর্ক করে দেয় এনআইএ।

মুম্বাই পুলিশ এরই মধ্যেই শহরে নিরাপত্তা বাড়িয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সূত্র মারফত সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেইলের উৎস খুঁজে বের করার চেষ্টা করছে মুম্বাই পুলিশ। গত বৃহস্পতিবার সকালে মুম্বাই পুলিশকে এ হুমকির বিষয়টি জানায় এনআইএ।

হুমকি বার্তায় কারাবন্দী সন্ত্রাসী লরেন্স বিষ্ণয়ের মুক্তি চাওয়া হয়। এছাড়া তার মুক্তির পাশাপাশি ৫০০ কোটি রুপিও দাবি করা হয়। ধারণা করা হচ্ছে, ইউরোপের কোন দেশ থেকে এই হুমকি বার্তা পাঠানো হয়েছে।

হুমকি বার্তায় বলা হয়, ‘বন্দি লরেন্স বিঞ্চয় ও ৫০০ কোটি রুপি যদি সরকার আমাদের হাতে তুলে না দেয় তাহলে নরেন্দ্র মোদি স্টেডিয়াম আমরা উড়িয়ে দেবো। তোমরা নিজেদের যতই সুরক্ষিত মনে করো, আমাদের হাত থেকে নিস্তার পাবে না। কথা বলার ইচ্ছা থাকলে ই-মেইল করো।

এদিকে হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে জানায়, এনআইএ তাদের অফিসিয়াল ই-মেইলে প্রথম এই হুমকিটি পায়। তৎক্ষণাৎ বিষয়টি মুম্বাই, গুজরাটসহ বেশ কিছু রাজ্যের পুলিশকে অবহিত করা হয়, একই সঙ্গে সতর্কতা বশত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও বলা হয়।

২০১৪ সাল থেকে কারাগারে বন্দী আছেন সন্ত্রাসী লরেন্স বিষ্ণয়। কারাগারে থেকেই তিনি নিজের সন্ত্রাসী দল পরিচালনা করেছেন এমন অভিযোগ বেশ আগে থেকেই। বর্তমানে দিল্লির মান্দোলি কারাগারে বন্দী আছেন তিনি।

কিছুদিন আগেই খালিস্তানপন্থি নেতা গুরপাওয়ান্ত সিং এর পক্ষ থেকেও বিশ্বকাপ চলাকালে হামলার হুমকি দেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে এই হুমকির প্রেক্ষিতেই বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া