adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীর মৃত্যুর পরদিনই মারা গেলেন পরিচালক সোহানুর রহমান সোহান

বিনােদন ডেস্ক: বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের স্ত্রীর মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মৃত্যু হয়। আর এর পরদিনই মারা গেলেন এ নির্মাতা। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

এদিন রাত ৭টায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, ‘প্রায় ৩০ মিনিট আগে মৃত্যু হয়েছে তার। গতরাতেই স্ত্রীকে হারিয়েছেন তিনি।’

অনন্য মামুন বলেন, ‘আজ বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহানুর রহমান সোহান। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। আর সেখানেই মৃত্যু হয় তার।’

এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহানুর রহমান সোহানের স্ত্রী মারা যান।

সোহানুর রহমান সোহান অনেক সফল সিনেমার নির্মাতা। তার মাধ্যমেই বাংলা চলচ্চিত্রে অভিষেক হয়েছিল সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামানের। এছাড়া ঢালিউড সুপারস্টার শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও তিনি।

১৯৭৭ সালে পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন সোহানুর রহমান সোহান। এরপর শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলি সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) সিনেমায় সহকারী হিসেবে কাজ করেন।

একক ও প্রধান পরিচালক হিসেবে তার প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)। নির্মাতা হিসেবে ক্যারিয়ার প্রথম সফলতা পান অমর নায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা মৌসুমীর অভিষেক সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩) পরিচালনার মধ্য দিয়ে।

এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির টানা দুবার মহাসচিব এবং দুইবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

সোহানুর রহমান সোহান পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ‘আমার দেশ আমার প্রেম’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কোটি টাকার প্রেম’, ‘সে আমার মন কেড়েছে’, ‘দ্য স্পিড’ ও ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ইত্যাদি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া