adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত, বাংলাদেশের বিদায়

স্পাের্টস ডেস্ক: চলমান এশিয়া কাপের সুপার ফোরের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলেই জমে যেত ফাইনালে ওঠার লড়াই। কিন্তু টিম ইন্ডিয়ার কাছে ৪১ রানের ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপা জয়ী দল ভারত। সঙ্গে বাংলাদেশের ফাইনালে যাওয়ার যে সামান্য আশা ছিল তাও ভেঙে দিয়েছে।

সুপার ফোরের সমীকরণ অনুযায়ী, শ্রীলঙ্কা আজকের ম্যাচটি জিতলে এবং পরের ম্যাচেও শ্রীলঙ্কা পাকিস্তানকে হারালে ভারতের বিপক্ষে এক ম্যাচ জিতেও ফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু সে সুযোগ আর পাচ্ছে না টাইগাররা। উল্টো ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারতের ম্যাচটি হবে কেবলই নিয়মরক্ষার।

এদিকে ভারতের ফাইনালের টিকিট নিশ্চিতয় হওয়ায় দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠার লড়াই শ্রীলঙ্কা-পাকিস্তান মাঝে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুই দলের লড়াইয়ে যারা জিতবে তারাই ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতকে অল্প রানে আটকে দিয়ে সহজ জয়ের স্বপ্নই দেখছিল শ্রীলঙ্কা। আধুনিক ক্রিকেটের বিবেচনায় সহজ লক্ষ্যও বলা যায়। তবে ওই স্বপ্ন কঠিন করে তোলে ভারতীয় বোলাররা। দাঁড়াতেই দেয়নি লঙ্কান ব্যাটারদের, নিয়মিত বিরতিতে তুলে নিয়েছেন উইকেট। দলের সংগ্রহ তিন অঙ্ক ছোঁয়ার আগেই হারিয়ে ফেলে ৬ উইকেট।

রান তাড়া করতে নেমে মাত্র ২৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। যার ২টি নেন জসপ্রীত বুমরা। তৃতীয় ওভারে পাথুম নিশানকাকে ৬ রানে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। কুশল মেন্ডিসকেও (১৫) ঝুলিবন্দী করেন এই পেসার। অষ্টম ওভারে দিমুথ করুনারত্নেকে সাজঘরের পথ দেখান মোহাম্মদ সিরাজ। ১৮ বল খেলে মাত্র ২ রান আসে তার ব্যাটে।

ধুঁকতে থাকা শ্রীলঙ্কাকে উদ্ধারের চেষ্টা চালান সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালাঙ্কা। গড়ে তোলেন ৬২ বলে ৪৩ রানের জুটি। দু’জনকেই ফেরান কুলদীপ যাদব। প্রথমে সাদিরাকে ফিরিয়ে ৪৩ রানের এই জুটি ভাঙেন তিনি। আগের তিন ম্যাচে দুই ফিফটি হাঁকানো এই ব্যাটার ফেরেন ৩১ বলে ১৭ রান করে।

আরও পাঁচ রান যোগ হতেই ফেরেন আসালাঙ্কাও। ৩৫ বলে ২২ রান করে আসে তার ব্যাটে। ১৯.২ ওভারেই ৫ উইকেট হারাত লঙ্কানরা। দলের রান ১০০ ছোঁয়ার আগে দাসুন শানাকা ফেরেন ৯ রান করে। সেখান থেকেই দলকে টানেন ধনঞ্জয়া ডি সিলভা ও ওয়াল্লালাগে।

দু’জনে মিলে ভাঙা স্বপ্ন আবারও জোড়া লাগাতে শুরু করেন, দলকে পাড় করান ১৫০ রানের গণ্ডি। দলের রান যখন ১৬২, তখন রবীন্দ্র জাদেজা ভাঙেন এই জুটি। ৬৩ রানের জুটি ভাঙে সিলভার বিদায়ে। দ্রুত ফেরেন থিকসানাও (২)। পরের ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে লঙ্কানদের পরাজয় নিশ্চিত করেন কুলদীপ। ১০ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা।

একা লড়াই করে দলকে জেতাতে পারেননি ওয়াল্লালাগে। ৪৬ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি।

এদিকে ভারতের হয়ে ৪ উইকেট নেন কুলদীপ। আগের ম্যাচেই পাকিস্তানের সাথে ৫ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। জোড়া উইকেট নেন বুমরাহ ও জাদেজা।

এর আগে মুদ্রার উল্টা পিঠ দেখে ভারত, কোনোমতে পাড় করে ২০০ রানের গণ্ডি। আগের দিনেই পাকিস্তানের বিপক্ষে যেখানে তুলেছিল রেকর্ড ৩৫৬ রান, সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে অলআউট হয় ৪৯.১ ওভারে মাত্র ২১৩ রানে। লঙ্কান স্পিনারদের বিপক্ষে একেকটা রান হয়ে উঠে সোনার চেয়ে দামি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া