adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশবাসির দোয়া চেয়ে এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা গেলেন সাকিবরা

নিজস্ব প্রতিবেদক: এশিয়ার বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপ ক্রিকেটের পর্দা উঠছে আগামী ৩০ আগস্ট। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে। বাংলাদেশ গ্রুপে আরেক প্রতিপক্ষ আফগানিস্তান। এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও নেপাল।

এশিয়া কাপকে কেন্দ্র করে অনেক দিন ধরে অনুশীলনে ব্যস্ত ছিলো টাইগার সেনারা। এবার চূড়ান্ত পরীক্ষায় তাদের মাঠে নামার পালা। প্রতিযোগিতায় অংশ নিতে রোববার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা। দেশ ত্যাগের আগে ক্রিকেটাররা দেশবাসির দোয়া চেয়েছেন। অসুস্থতার কারণে দলের সফর সঙ্গী হতে পারেননি ওপেনার লিটন কুমার দাস। সোমবার পাল্লেকেলের মাঠে বিকালে অনুশীলন করবে সাকিববাহীনি।

এশিয়া কাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে গত দুই সপ্তাহ চলেছে ক্রিকেটারদের অনুশীলন। স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি ফিটনেস ট্রেনিংয়ের ওপর নজর দিয়েছেন মুশফিক-তাসকিনরা। এর আগে তিনবার এশিয়া কাপের ফাইনাল খেললেও এবার শিরোপা বন্ধ্যাত্ব কাটাতে মরিয়া সাকিবের দল। অন্তত দেশ ছাড়ার আগে তেমন বার্তাই দিয়ে গেলেন পেসার তাসকিন আহমেদ।

এশিয়া কাপে নিজেদের লক্ষ্য জানিয়ে তাসকিন বলেন, আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনালে খেলা। আমরা সেইভাবেই নিজেদের প্রস্তুত করেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা ভালো করতে পারি। চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো আছেই, তবে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। সামনে যেহেতু বিশ্বকাপ আছে। সবাই নিজেদের সেরাটা দিতে পারলে যেকোনো কিছুই সম্ভব।

বাংলাদেশ দল এশিয়া কাপে গ্রুপ পর্ব পার হতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরের ম্যাচগুলো শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া