adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আসন্ন ঈদুল আজহায় বাস চলাচলে ৫ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহায় ঢাকা শহরের ফিটনেসবিহীন বাস ঢাকার বাইরে রিজার্ভে না পাঠানোসহ পাঁচটি নির্দেশনা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (২০ জুন) সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের পাঠানো বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে জরুরি আলোচনা করার জন্য গত ১৯ জুন সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকার ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান, এমডি, সবগুলো রুট মালিক সমিতি, গাবতলী ব্যতীত অন্যান্য টার্মিনাল মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় আলোচনা ও পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে লিখিত আকারে পাঁচটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্তগুলো হলো-

ঢাকা শহরের লক্কড়ঝক্কড় (ফিটনেসবিহীন) কোনো বাস ঢাকার বাইরে রিজার্ভে পাঠানো যাবে না।

যাত্রীদের থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

ঈদের বকশিশ ও শ্রমিকদের বেকার ভাতার নামে অতিরিক্ত কোনো টাকা আদায় করা যাবে না।

বৈধ লাইসেন্স ছাড়া বাস চালানো এবং ড্রাইভারের অনুপস্থিতিতে হেলপার দিয়ে বাস চালানো যাবে না।

বাস টার্মিনালে শান্তিশৃঙ্খলা বজায় রাখাতে সরকারের পাশাপাশি প্রতিটি টার্মিনালে বিশেষ করে সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিকদের সমন্বয়ে একটি টিম গঠন করা হবে। টিমের কর্মকর্তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে টার্মিনালে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া