adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোচ গালতিয়েরকে বরখাস্ত করলো পিএসজি

স্পোর্টস ডেস্ক: আসন্ন ঘরোয়া ফুটবল মৌসুমে নতুন রূপে দলকে সাজাতে চায় ফ্রান্সের ক্লাব পিএসজি। সেজন্য একাধিক খেলোয়াড় কেনার পাশাপাশি নতুন কোচও নিয়োগ দেবে ক্লাবটি। – গোল ডটকম
ফুটবলারদের মধ্যে পিএসজি ছেড়েছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। পিএসজি কোচ গালতিয়ের বলেছিলেন, তিনিও থাকছেন না। সংবাদ মাধ্যমের মতে, কোচকেও মঙ্গলবার বরখাস্ত করেছে প্যারিসিয়ানরা। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

ফরাসি দৈনিক লে প্যারিসিয়েনের বরাত দিয়ে জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে, গালতিয়েরের চাকরি নেই। বিষয়টি তাকে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ওকাম্পোস জানিয়ে দিয়েছেন। তার জায়গায় প্যারিসের ক্লাবটির প্রথম পছন্দ বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হুলিয়ান নাগেলসম্যান। চ্যানেল২৪

প্রতি মৌসুমের আগেই বস্তায় বস্তায় টাকা ঢালে পিএসজি। তাতেও কোনো লাভ নেই। লিগ ওয়ানের ট্রফিটি টেনেটুনে জিতলেও স্বপ্পের চ্যাম্পিয়ন্স লিগের দেখা নেই। সেটা খুব করে চাইছে দলটির কর্তারা। সেজন্য এবার নাগেলসম্যানকে আনতে চায়। কোচিং ক্যারিয়ারে এই জার্মান বস মিউনিখকে তিনটি ট্রফি জিতিয়েছেন। বাভারিয়ানদের হয়ে জয়ের রেকর্ডও মন্দ নয়। ৮৪ ম্যাচের মধ্যে ৬০টিতে জয় পায় বায়ার্ন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া