adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনে শরণার্থীর ক্যাম্পে চলছে রামাদান পপুলার ফুটবল লিগ

স্পোর্টস ডেস্ক: ফিলিস্তিনের গাজার রাস্তায় পবিত্র রমজান মাসে আয়োজন করা হয় ফুটবল লিগের। গাজাবাসী এটির নাম দিয়েছেন রামাদান পপুলার লিগ। প্রায় ১ লাখ ২০ হাজার শরণার্থীর ক্যাম্প রাফাহতে এ আয়োজন করা হয়। মূলত ইসরায়েলের বর্বরতা ভুলে শরণার্থীদের মুখে হাঁসি ফোটাতেই হয়ে আসছে এ আয়োজন।

এখানে রাতভর বৃষ্টি হয়ে নামে বোমা, এখানে দিনভর রোজা রাখেন মজলুম মানুষেরা, এখানে রোজার মাসে রামাদান ফুটবল লিগও হয়। ফিলিস্তিনের গাজাবাসীর মুখে শত কষ্টের মাঝেও এক চিলতে হাসির উপলক্ষ এ ফুটবল লিগ। একটা মাঠ যে মাঠের কোনো গ্যালারি নেই। রাস্তার পাশেই সারি সারি দাঁড়িয়ে দর্শকরা। এখানেই হয় তুমুল লড়াই। এ মাঠ শরণার্থীদের খেলার মাঠ নামে পরিচিত। – জমুনা টিভি

প্রতি বছর গাজা উপত্যকার রাফাহ রিফিউজি ক্যাম্পে আয়োজিত হয় এ ফুটবল লিগ। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত রাফাহ ক্যাম্পে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের বসবাস। এই ৭৪ বছরে অনেক প্রিয়জন হারিয়েছেন এখানকার শরনার্থীরা। দুর্দশা-হতাশা এদের নিত্যদিনের সঙ্গী। এর মাঝেই আনন্দের খোরাক হয়ে আসে এই রমাদান পপুলার লিগ।
ইসরাইলি সেনারা গাজা উপাত্যকার মানুষদের দৈনন্দিন জীবনে বাধা দিলেও তাদের আনন্দকে আটকে দিতে পারেনি।
এখানে প্রাচুর্য নেই, নিরাপত্তা নেই, ফুটবলের কোনো গ্ল্যামার নেই। এরপরও ক্যাম্পের শরণার্থীদের মুখে হাসি ফোটাতে এখানে খেলে যান আহমেদ এল লুলাহির মতো ফুটবলাররা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া