adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে কার রেসিংয়ে শিরোপা জিতলো বাংলাদেশি রেসার

স্পাের্টস ডেস্ক : ভারতের চেন্নাইয়ে ভক্সওয়াগন অ্যামিও কাপে জুনিয়র চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন বাংলাদেশি কার রেসার আইমান সাদাত। কার রেসিংয়ে এটি বাংলাদেশের প্রথম শিরোপা। এর আগে আয়মানের বড় ভাই আফফান সাদাতও কার রেসিংয়ের বৈশ্বিক টুর্নামেন্ট অংশগ্রহণ করেছেন। এবার ছোট ভাইয়ের হাত ধরে এলো ব্যয়বহুল এ খেলার প্রথম শিরোপা।
টুর্নামেন্টের শেষ রাউন্ডের প্রথম রেসে দুর্দান্ত খেলেও কিছুটা পিছিয়ে পড়েছিলেন বাংলাদেশি এ কার রেসার। তবে শেষ দুই রাউন্ডে ট্র্যাকে ঝড় তুলে জুনিয়র চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেন তিনি। সর্বকনিষ্ঠ রেসার হিসেবে এ শিরোপা জয়ের স্বাদ পেলেন চট্টগ্রামের এ তরুণ।

দুই ভাইয়ের রেসিংয়ে আসার কথা বলতে গিয়ে তাদের বাবা মিকাইল সাদাত চলে গেলেন বড় ছেলে আফফানের সময়ের গল্পে। বর্তমানে কানাডায় উচ্চতর পড়ালেখার পাশাপাশি রেসিংচর্চা চালিয়ে যাওয়া আফফানের রেসিংয়ে ঝোঁক ছিল কম বয়স থেকেই। ঝোঁক হবে না-ই বা কেন? বর্তমানে ইস্পাত ব্যবসায়ী মিকাইল সাদাতের একসময়ে ছিলো গাড়ি আমদানির ব্যবসা। ছেলের ঝোঁক বুঝতে পেরে এসএসসি পরীক্ষা শেষে তাকে ইংল্যান্ডে নিয়ে যান মিকাইল সাদাত। রেসিং ট্র্যাকে নিয়ে অনুশীলন করালেন। কিন্তু প্রতিদিনের অনুশীলনের খরচ প্রায় ৬০ হাজার টাকা। সেখানে বসেই ভারতের রেসিং ট্র্যাকের কথা জানতে পারেন মিকাইল সাদাত।

ছোট ছেলে আইমানের পথচলা অনেকটাই সহজ হয়ে গেলো। বাসায় অনুশীলনের জন্য বড় ভাই আফনানের সিমুলেটর ছিলো। সেটাতেও চললো চর্চা। আইমান তাই সোজা ভারতে গিয়ে রেসিং ট্র্যাকে নেমে পড়তে পারলো। কখনো কোয়েম্বাটুর ট্র্যাকে, তো কখনো চেন্নাইয়ে। তার রেসিং লাইসেন্স ভারত থেকে নেওয়া। এরপর শুধু রেসিং ট্র্যাকে গতির ঝড় তোলা। সূত্র. ইনকিলাব অনলাইন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2019
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া