adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমি হঠকারী সিদ্ধান্ত নিইনি : প্রধান নির্বাচন কমিশনার

ডেস্ক রিপাের্ট : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ স্থগিত সম্পর্কে বলেছেন, এ বিষয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত নিইনি। অনিয়ম রোধের জন্য ডিসি-এসপিকে বলার পরও পরিস্থিতির উন্নতি হয়নি।

গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন। ভোট বন্ধ করায় জনগণের মধ্যে যাতে বিভ্রান্তির সৃষ্টি না হয়, বিষয়টি স্পষ্ট করতেই কমিশন এই সংবাদ সম্মেলন করে বলে জানানো হয়।

সিইসি বলেন, ‘গাইবান্ধা-৫ উপনির্বাচন আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। এ নিয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, যা নিয়ে জনগণের মনে বিভ্রান্তি থাকতে পারে। কেউ আনন্দ পেয়েছেন, কেউ ব্যথিত হয়েছেন, কেউ সাধুবাদ জানিয়েছেন। তাই কিছু ব্যাখ্যা আমাদের দেওয়া প্রয়োজন। ’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘অনেকেই বলেছেন কী করে প্রত্যক্ষ করলাম? আমরা সিসিটিভি ব্যবহার করে প্রত্যক্ষ করেছি। খুব নিবিড়ভাবে প্রত্যক্ষ করার সুযোগ ও আধুনিক প্রযুক্তিগত সুবিধা এখানে আছে। সে বিষয়টা হয়তো অনেকের জানা নেই। আমরা হঠকারী কোনো সিদ্ধান্ত নিইনি। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা কমিশন নিয়েছে। কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এক নয়। ’

তিনি বলেন, ‘সিইসি কোনো সিদ্ধান্ত এককভাবে নিতে পারেন না। আমরা চার-পাঁচজন সদস্য একসঙ্গে বসে যে সিদ্ধান্ত নিই, সেটা সমন্বিত সিদ্ধান্ত। সেটা আরো সঠিক ও প্রাজ্ঞ হওয়ার কথা। সিইসি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আমরা নিবিড়ভাবে প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নিয়েছি। ’

লিখিত বক্তব্যে সিইসি বলেন, ‘আপনারা জানেন যে আমারা দায়িত্ব গ্রহণের পর যত নির্বাচন করেছি, সব নির্বাচনে ইভিএম ব্যবহার করে অত্যন্ত সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আপনারা আরো জানেন যে আমরা কুমিল্লা সিটি করপোরেশন, ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে প্রত্যেক ভোটকেন্দ্রের প্রতিটি ভোটকক্ষে সিসিটিভি স্থাপন করেছিলাম। ‘

তিনি আরো বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল ও সুধীসমাজের সঙ্গে সংলাপ চলাকালে ইভিএমের বিষয়ে অভিযোগ পেয়েছিলাম যে গোপন ভোটকক্ষে অবৈধ লোক প্রবেশ করে বা অবস্থান করে ভোটারকে ব্যালট ইউনিটে ভোট প্রদানের সুযোগ না দিয়ে অবৈধভাবে নিজের আঙুল দিয়ে ভোট দিয়ে দেন। তা বন্ধ করার জন্য ক্যামেরা বসানো হয়। উল্লিখিত সব নির্বাচনের ক্ষেত্রে সিসিটিভি স্থাপনের ফলে এই অপরাধ একেবারেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। তারই আলোকে এবং গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের গুরুত্বের কারণে এখানেও ইভিএমে ভোটগ্রহণ এবং প্রতিটি ভোটকেন্দ্রের প্রতিটি ভোটকক্ষে সিসিটিভি স্থাপন করা হয়। ’

গতকাল সকাল ৮টায় যথারীতি ভোট শুরু হয় উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ নির্বাচন কমিশন, আগারগাঁওয়ে স্থাপিত কন্ট্রেল রুমে আমিসহ অন্য কমিশনাররা, দায়িত্ব পালনকারী সচিবালয়ের কর্মকর্তারা এবং কারিগরি সহায়তাকারী ব্যক্তিরা ভোট পর্যবেক্ষণ করেন। ‘

সিইসি বলেন, ‘পরবর্তী সময়ে মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে আমরা তিনটি কেন্দ্রে দেখতে পাই, ভোটকক্ষে প্রার্থীর পুরুষ এজেন্টরা বুকে ও পিঠে প্রার্থীর মার্কা ইত্যাদি প্রিন্ট করা একই রকম গেঞ্জি পরে আছেন এবং মহিলা এজেন্টরা একই রকম শাড়ি পরা, যা আচরণ বিধিমালার ১০(ঙ) ভঙ্গের মধ্যে পড়ে। ‘

এসব এজেন্ট ছাড়াও আরো অনেক অবৈধ লোকজন ভোটকক্ষে অবস্থান করে ভোটাদের ভোট দিতে প্রভাবিত করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘ভোটারদের কন্ট্রোল ইউনিটে আঙুলের ছাপ দেওয়ার পরপরই এজেন্টরা গোপন ভোটকক্ষে প্রবেশ করে ভোটারকে ভোটদানের সুযোগ না দিয়ে নিজেই ভোট দিয়ে দিচ্ছেন। ‘

লিখিত বক্তব্যে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটগ্রহণ কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ একই কাজ করছেন। তখন কমিশন থেকে ফোন দিয়ে প্রিজাইডিং অফিসারদের ভোটকক্ষের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু ভোটকক্ষের শৃঙ্খলা ফিরিয়ে আনার কোনো কার্যকরী পদক্ষেপ তাদেরকে গ্রহণ করতে দেখা যায়নি। তখন ওই তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করার নির্দেশনা কমিশন থেকে প্রদান করা হয়। অতঃপর একে একে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ৫০টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসিটিভির মাধ্যমে দেখা হয়। ‘

প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণের অবস্থা একই রকম দেখা যায় উল্লেখ করে তিনি বলেন, ‘এরই মধ্যে রিটার্নিং অফিসার একটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেন। আমি এবং বেগম রাশেদা সুলতানা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে টেলিফোনে কথা বলি। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। অন্য কেন্দ্রগুলোতেও সিসিটিভি দেখার সময় পেলে দেখা যেত যে ওই কেন্দ্রগুলোতেও একই অবস্থা। তাই কমিশন মনে করে, এ ধরনের একটি আইনবহির্ভূত ভোট প্রদান/ গ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ২টা ৩০ মিনিটে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়। ’

সিইসি বলেন, ‘অনিয়মগুলো তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে একটি প্রতিবেদন দিতে একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরে গাইবান্ধা-৫ আসনের পরবর্তী নির্বাচন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ’

বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দিয়েছে ইসি।

তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথকে। অন্য দুজন হলেন ইসির যুগ্ম সচিব কামাল উদ্দিন বিশ্বাস ও উপসচিব শাহেদুন্নবী চৌধুরী।

নির্বাচন কমিশন সূত্রগুলো জানায়, নির্বাচনে অনিয়ম না হওয়া সত্ত্বেও সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশে ভোট বন্ধ করা হয়েছে—প্রিজাইডিং অফিসারদের এমন প্রায় ৩০টি বক্তব্য নির্বাচন কমিশনে জমা পড়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া