adv
১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াতও উর্দু আওয়ামী লীগও উর্দু, মিলবে ভালো: ইকবাল হাসান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মন্তব্য করেছেন, ‘প্রায়ই শুনি, আওয়ামী লীগের মুখে এটা বুলি হয়েছে, খালি বলে বিএনপি-জামায়াত। আমি বলছি এখন সময় এসেছে আওয়ামী-জামায়াত বলার জন্য, মিলবেও ভালো। জামায়াতও উর্দু আওয়ামী লীগও উর্দু। দুইটার সঙ্গে মিলবে ভালো।’

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জোন-৪ আয়োজিত রাজধানীর হাজারীবাগে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

টুকু বলেন, ‘উনারা জামায়াতের নিবন্ধন বাতিল করেন কিন্তু বেআইনি ঘোষণা করেন না। তাহলে কি আমি বলব—উনাদের পরকীয়া প্রেম চলছে। নিবন্ধন বাতিল করলেন, বেআইনি ঘোষণা করলেন না।’

তিনি আরও বলেন, ‘তার অর্থ আওয়ামী লীগ তলে তলে জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করে। সে জন্য বাতিল (নিবন্ধন) করে না। তাই আজকে থেকে আওয়ামী-জামায়াত হবে। বিএনপি-জামায়াত আর হবে না।’

এদিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেলের সামনে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিএনপির সমাবেশ করার কথা ছিল। কিন্তু ধানমন্ডি থানা আওয়ামী যুবলীগ একই স্থানে কর্মসূচির ঘোষণা দেয়। তাই দুই দলের সমাবেশেই মৌখিক নিষেধাজ্ঞা দেয় পুলিশ।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও সদস্য ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া