adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আমেরিকা ও তার অনুচরেরা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়’

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা নিকোলাই প্যাতরুশেভ বলেছেন, ‘আমেরিকা ও তার অনুচর বাহিনী’ ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়।তিনি সোমবার মস্কোয় এক বক্তব্যে বলেন, সার্বিকভাবে ইউক্রেনের চলমান ঘটনাপ্রবাহ প্রমাণ করে আমেরিকা ও তার অনুচরেরা ইউক্রেনে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের ঢল নামিয়ে চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়।এসব সমরাস্ত্র পরবর্তীতে ইউক্রেনের নিরীহ জনগণকে দমনের কাজে ব্যবহৃত হবে।

রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব প্যাতরুশেভ আরো বলেন, ইউক্রেনের ‘নাৎসিবাদী সরকারের’ প্রতি পশ্চিমাদের সমরাস্ত্র সহযোগিতা এবং রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা ও চাপপ্রয়োগ সত্ত্বেও ইউক্রেনে রাশিয়ার সামরিক লক্ষ্যগুলো অর্জিত হবেই।

তিনি জাপোরোজ্জিয়া পরমাণু স্থাপনার নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, ন্যাটো বাহিনীর দেয়া সমরাস্ত্র দিয়ে চালানো হামলা ওই পরমাণু স্থাপনার জন্য ঘোরতর হুমকি সৃষ্টি করেছে। রুশ সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেন, এ ধরনের হামলা শুধু ইউক্রেনের বেশিরভাগ জনগোষ্ঠীর জন্য নয় সেইসঙ্গে ইউরোপীয় জনগণের জন্যও বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তরে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না।- পার্সটুডে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া