adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজের মাঠে হোঁচট খেয়ে লা লিগা শুরু বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক : শুরু হয়েছে স্পেনের শীর্ষ ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা লা লিগা। শুরুর দিনে হোঁচট খেলো শক্তিশালী বার্সেলোনা। তারা নিজেদের প্রথম ম্যাচে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে পয়েন্ট হারিয়েছে।
ম্যাচের আগেই মিটে গেলো নতুন খেলোয়াড়দের নিবন্ধন জটিলতা। সব অনিশ্চয়তা দূরে ঠেলে মাঠে নামলেন রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া ও উসমান দেম্বেলে। তারা আক্রমণও করলেন অনেক, কিন্তু শেষটায় গিয়ে গুলিয়ে গেলো বারবার। রায়ো ভাইয়েকানোর বিপক্ষে পয়েন্ট হারিয়ে লা লিগা অভিযান শুরু হলো জাভি হার্নান্দেসের দলের। ক্যাম্প ন্যুয়ে শনিবার রাতে লিগ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
বার্সেলোনার হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে নেমে দ্বাদশ মিনিটেই জালে বল পাঠান লেভানদোভস্কি। কিন্তু তিনি নিজেই অফসাইডে ছিলেন। আট মিনিট পর পোলিশ তারকার পাস ধরে দেম্বেলের নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।
আক্রমণের ধার আরও বাড়াতে ৮৪তম মিনিটে ডিফেন্ডার আলবাকে তুলে ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াংকে নামান শাভি। মাঠে নামার পরের মিনিটেই ব্যবধান গড়ে দিতে পারতেন তিনি। কিন্তু তার শট রক্ষণে প্রতিহত হয় আর ফিরতি বলে লেভানদোভস্কির শট একটুর জন্য হয় লক্ষ্যভ্রষ্ট।
চার মিনিট পর ফাতির শট গোলরক্ষক ঠেকানোর পর ফঁক কেসিয়ে জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু ম্যাচে দ্বিতীয়বারের মতো অফসাইডে কাটা পড়ে তাদের সে প্রচেষ্টা।
ইনজুরি টাইমে ক্ষণিকের জন্য হলেও বার্সেলোনা শিবিরে হারের শঙ্কা জাগে। ভাইয়েকানোর বদলি স্ট্রাইকার রাদামেল ফালকাওকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনা অধিনায়ক সার্জিও বুসকেতস। এর পরপরই তাদের জালে বল পাঠান ফালকাও। তবে এ যাত্রায়ও ওঠে অফসাইডের পতাকা, পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। – গোল ডটকম, সম্পাদনা : এল আর বাদল

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া