adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ১৩৭ সেনা নিহত, ৩১৬ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হামলায় ইউক্রেনের ১৩৭ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ তথ্য জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। হামলায় ৩১৬ জন আহত হওয়ার কথাও জানিয়েছেন জেলেনস্কি। খবর সিএনএন, আল জাজিরা।

বৃহস্পতিবার সামরিক হামলা শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর নিজেদের ৪০ ও রাশিয়ার ৫০ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। ওইদিন প্রেসিডেন্ট জেলেনেস্কির উপদেষ্টা ওলেক্সি আরস্টোভিচ জানিয়েছিলেন, তিনি ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর শুনেছেন। এর পর ভিডিও বার্তায় ১৩৭ সেনা নিহত হওয়ার খবর দিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

এদিকে মস্কোর সামরিক অভিযানের প্রথম দিনটি সফল হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এ কথা বলেছেন।

ইগর কোনাশেনকভ বলেন, তার দেশের সামরিক বাহিনী ইউক্রেনে হামলার প্রথম দিনটির জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছিল সেটি তারা অর্জন করেছেন।
প্রথম দিন সমতলে থাকা ইউক্রেনের ৮৩টি লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ সেনারা ইতিমধ্যে রাজধানী কিয়েভে প্রবেশ করেছে জানিয়ে ইউরোপের দেশগুলোর প্রতি ইউক্রেনকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান জেলেনস্কি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া