adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে হামলায় দায়ীদের গ্রেফতার দাবি মির্জা ফকরুলের

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে হামলায় দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি—- আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।

রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, ৩০ ডিসেম্বর সিরাজগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালান। এ ঘটনায় ছয়টি মামলা করা হয়েছে। অথচ প্রকৃত আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তিনি অনতিবিলম্বে তাদের গ্রেফতার ও বিএনপির নেতাকর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ ওই জনসমাবেশকে ভণ্ডুল করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দুই-তিন দিন আগে থেকে হাবিবে মিল্লাত মুন্না এমপির বাড়ির ছাদে ও বাড়ির নিচে, সিরাজগঞ্জ সরকারি কলেজের মাঠে ও অডিটরিয়ামের ছাদে, রেলগেটে, গো-শালায়, আলিয়া মাদ্রাসার ছাদে এবং তৎসংলগ্ন মাঠে, বিপুল পরিমাণ লাঠিসোটা, পাথর, ককটেল, পেট্রল বোমা ও দেশীয় অস্ত্র মজুদ করে।’

তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে একডালা মধ্যপাড়ার বায়েজিদ, দত্তবাড়ির সুজয়, কোল গয়লার সুমন ও জনি চারটি পিস্তলসহ প্রকাশ্য দিবালোকে হামলা চালায়।’

বিএনপির মহাসচিব বলেন, ৩১ ডিসেম্বর বিকালে পুলিশ বাদী হয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ বা সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে চারটি মিথ্যা মামলা করে এবং বিকালেই বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ডিবি পুলিশ তল্লাশিসহ পরিবার-পরিজনের সঙ্গে বাজে আচরণ করে। জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান গ্রেফতার করে নিয়ে যায়।’

এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু, ইশরাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া