adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৭৮০ ভোটারের মধ্যে ৪০০ জনের নামে মামলা

ডেস্ক রিপাের্ট : গ্রামে মোট ভোটার ৭৮০। জনসংখ্যা প্রায় ১২০০ জন। বেশির ভাগ মানুষের পেশা কৃষি। কাক ডাকা ভোরে তারা নিজ নিজ কাজে বেরিয়ে যান। আবার দিন শেষে ঘরে ফেরেন। সন্ধ্যা রাতে পরিবারের সদস্যদের নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়েন। কিন্তু সে শান্তি যেন গ্রামবাসীর কাছে এখন সোনার হরিণ। একটি পরিবারের জন্য সে শান্তি গ্রাম ছেড়ে পালিয়ে গেছে।

একটি পরিবার বছরের পর বছর গ্রামের প্রায় ৩০০ নারী-পুরুষের নামে মামলা দিয়েছে।
এ পর্যন্ত অভিযুক্ত ওই পরিাবারের ৩৫টি মামলায় গ্রামের প্রায় প্রতিটি পরিবারের সদস্যদের নাম অর্ন্তভুক্ত করেছে।

গ্রামটির নাম বারফা। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের অর্ন্তভুক্ত। ওই গ্রামের শামসুর রহমান ও মোস্তফা কামাল সুমন নামের দুই ভাই এসব মামলা দিয়েছেন। তার আগে তাদের বাবা আফছার বিশ্বাস গ্রামের সহজ সরল মানুষদের নামে মামলা দিয়ে হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া যায়।

এদিকে কালীগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত মামলাবাজ ওই পরিবার মামলা দিতে গেলে নেয়া যাবে না বলে নির্দেশ দেয়া হয়েছে।

প্রতারক এই পরিবারের হাত থেকে রেহাই পেতে সকালে সাধারন মানুষ সংবাদ সম্মেলন করে। এসময় অতিষ্ঠ গ্রামের নারী-পুরুষ প্রতিবাদে জুতা ও ঝাড়ু মিছিলও করেন।

এ ব্যাপারে জানতে শামছুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন করে পাওয়া না গেলেও তার ভাই মোস্তফা কামাল সুমন জানান, আমাদের গ্রামে অনেক জমি আছে কিন্তু গ্রামের মানুষ তা দখল করে রাখে। যে কারনে কিছু কিছু মানুষের নামে মামলা দিতে বাধ্য হয়েছি।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।- এমজমিন

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া