adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাশেজের শেষ টেস্ট পার্থেই আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজ নিয়ে কম জল ঘোলা হয়নি। যদিও শর্ত সাপেক্ষে আসন্ন এই সিরিজের জন্য রাজি হয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরই মধ্যে সিরিজের শেষ টেস্টটি পার্থে খেলতে আগ্রহ প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ক্রিকইনফো বলছে, সিএর প্রধান নির্বাহী নিক হকলে জানিয়েছেন, তারা যেভাবেই হোক শেষ টেস্টটি পার্থে আয়োজন করতে চান। আগামী ৮ ডিসেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে মাঠে গড়াবে অ্যাশেজ। সম্ভাব্য সূচিতে শেষ টেস্টটি পার্থেই রয়েছে। যদিও শহরের করোনা পরিস্থিতির কারণে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে।

ক্রিকফ্রেঞ্জি জানায়, এরই মধ্যে স্থানীয় সরকার পার্থ টেস্ট নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। যদিও ম্যাচটি পার্থে আয়োজনের ব্যাপারে বদ্ধ পরিকর ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে গত জানুয়ারিতে বিগ ব্যাশের পাঁচটি ম্যাচ এই মাঠে আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখান থেকেই অনুপ্রেরণা পাচ্ছে তারা। হকলে বলেন, আমরা খুব করে চাইছি পঞ্চম টেস্টটি পার্থে হোক। আমাদের উদ্দেশ্য এই পরিকল্পনা সফল করা। আমরা যেভাবে কথা বলেছি সেভাবেই আলোচনা চলছে। আমরা জানুয়ারিতে বিবিএলের পাঁচটি ম্যাচ এখানে আয়োজন করেছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই আমরা উৎসাহিত হয়েছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া