adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রীড়া পরিষদের উপর ক্ষুব্ধ বাফুফে সভপাতি, একাডেমির কার্যক্রম আগস্ট থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক : জুলাইয়ে কমলাপুর স্টেডিয়ামে বাফুফে একাডেমি শুরুর কথা থাকলেও সম্ভব হয়নি। যার সংস্কার করে দেয়ার কথা জাতীয় ক্রীড়া পরিষদের। যা নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

সম্পূর্ণ কাজ শেষ না হলেও আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একাডেমির কার্যক্রম। কাজের অগ্রগতি পরিদর্শন করে জানিয়েছেন বাফুফে সভাপতি। জাতীয় ক্রীড়া পরিষদ একাডেমির সংস্কার কাজ দ্রুত শেষ না করে দেয়ায় কিছুটা ক্ষুব্ধ বাফুফের এই কর্তা।

কাজী সালাউদ্দিন বলেন, আমি তো কারো জন্য অপেক্ষা করতে পারবো না। আপনার কাছে আমি একটা জিনিস চাইতে পারি। আপনি দিলে ভালো যদি না দেন আমি তো অপেক্ষা করবো না, আমাকে কাজ করে যেতে হবে। কারণ আমি তো এখানে আসছি টকশো করতে নয়। দিনশেষে ফুটবল খেলবে খেলোয়াড়রা আমি খেলবো না। আমরা যতখানি পারি ফিজিক্যালি, মেন্টালি আমরা করে যাবো। তবে এবার আর বসে থাকতে চান না কাজী সালাহউদ্দিন। যেকোনো মূল্যে আগস্ট থেকে শুরু হবে একাডেমির কার্যক্রম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া