adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের ইঙ্গিতেই রিজওয়ানার স্বামী অপহরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বক্কর সিদ্দিককে অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া। সেই সঙ্গে এ অপহরণের ঘটনায় সরকারের ইঙ্গিত রয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে তার মিডিয়া উইং এ কথা জানিয়েছে। খালেদা জিয়ার পক্ষে মিডিয়া উইং জানায়, রাজধানীর উপকণ্ঠে প্রকাশ্য দিবালোকে আবু বক্কর সিদ্দিককে অপহরণের ঘটনায় ক্ষমতাসীনদের ইঙ্গিত রয়েছে বলে খালেদার অভিযোগ। তাই অনিত বিলম্বে তাকে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি।
উল্লেখ্য, বুধবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইয়া ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাসে করে আসা ৭-৮ জন দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে আবু বক্কর সিদ্দিক ওরফে সিদ্দিকুর রহমানকে অপহরণ করে। সিদ্দিকুর রহমান ফতুল্লায় একটি গার্মেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া