adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় আবার যুদ্ধ লেগে যেতে পারে : ফিলিস্তিন কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও হামাসের যে সাময়িক যুদ্ধবিরতি তার কোনো নিশ্চয়তা নেই। যে কোনো সময় উভয়পক্ষে আবার যুদ্ধ লেগে যেতে পারে বলে জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি।

গতকাল শুক্রবার সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আল-মালিকি বলেন, যুদ্ধবিরতির মোটেই কোনো নিশ্চয়তা নেই। কারণ ইসরায়েল দাবি করেছে, এ যুদ্ধবিরতি একতরফা। তারা নিজ ইচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছে।

ইসরায়েল আরও দাবি করে, মিসর, কাতার ও জাতিসংঘ যুদ্ধবিরতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

মালিকি জানান, সবার সম্মতিতে আমরা যুদ্ধবিরতির অনুমোদন পেয়েছি।

বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। এর আগে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের অবস্থান বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত ছিল।

আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের জের ধরে ১১ দিন ধরে হামলা চলে। গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১২ জন নিহত হয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া