adv
১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি ক্রিকেটে শুভমন গিল আর চলে না, দাবি কেভিন পিটারসেনের

স্পোর্টস ডেস্ক : মওশুমের অর্ধেক খেলা অতিক্রান্ত হয়ে গেলেও কলকাতা নাইট রাইডার্সের দল নির্বাচন থেকে ব্যাটিং অর্ডার প্রশ্নচিহ্ন শুরু থেকেই। এ মওশুমে এখনও সবথেকে বড় হতাশা কেকেআরের ওপেনিং পজিশন। অফ ফর্মে থাকা শুভমন গিল চিন্তা বাড়াচ্ছেন ম্যানেজমেন্টের। গিলের ধারাবাহিক ব্যর্থতার পিছনে কারণ খুঁজতে গিয়ে তার অত্যাধিক অলসতার দিকেই আঙুল তুললেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন।

আইপিএল সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোটর্সকে পিটারসেন বলেন, ও ভীষণ অলস। ব্যাটসম্যান হিসাবে মাঝেসাঝে আলস্য মানা যায়, কিন্তু ও একটু বেশিই অলস। ওর কিছু কিছু আউট হওয়া দেখে মনে হয় এই ফর্ম্যাটের গতির সঙ্গে ঠিক খাপ খাইয়ে নিতে পারছে না। ক্রিজের মধ্যে গিলের আরও ব্যস্ত হওয়া উচিত, যাতে ওর পায়ের কাছের বলগুলোয় আউট না হয়ে ওইগুলোয় বড় শট খেলতে পারে।
আমি ওর ব্যাটিংয়ে এই ব্যস্ততাটাই দেখতে চাই। নিজের ব্যাটিংয়ে এটুকু পরিবর্তনই ওর জন্য যথেষ্ট। গত মওশুমে কেকেআর ব্যাটসম্যানদের মধ্যে

সর্বাধিক ৪৪০ রান করেন গিল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৩ রান করলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন তিনি। এ মওশুমে এখনও অবধি মাত্র ১১৭.৮৫-র স্ট্রাইক রেট সমেত ১৩২ রানই করতে পেরছেন কেকেআরের তরুণ ওপেনার। দলের ভাগ্য ফেরাতে গিলের ফর্মে ফেরা নাইটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। – এনডিটিভি/ হিন্দুস্তানটাইমস

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া