adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করােনাভাইরাসে চট্টগ্রামে একদিনে আক্রান্ত ৪৬ জন

ডেস্ক রিপাের্ট : চট্টগ্রামে একদিনে নতুন করে ৪৬ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ২৭ দশমিক ২১ শতাংশ।

সোমবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৯ অক্টোবর) চট্টগ্রামে ১৬ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ২১ শতাংশ। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৪ হাজার ১৯৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। তবে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, ১১টি ল্যাবে ১৬৯টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯ জন নগরের বাসিন্দা। বাকি ১৭ জনের মধ্যে দুজন বোয়ালখালী, একজন রাঙ্গুনিয়া, পাঁচজন হাটহাজারী, একজন সাতকানিয়া, একজন বাঁশখালী, একজন আনোয়ারা, একজন পটিয়া ও পাঁচজন মিরসরাই উপজেলার বাসিন্দা।- আরটিভি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া