adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটাররা কম পারিশ্রমিকেও প্রিমিয়ার লিগ খেলতে রাজি

স্পোর্টস ডেস্ক : করোনা কারণে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগকে (ডিপিএল) স্থগিত গত এক বছর ধরে। অচলাবস্থা কাটাতে ক্রিকেটাররা কম পারিশ্রমিকেও ডিপিএল খেলতে রাজি।

ডিপিএলের আয়োজক সিসিডিএমের প্রধান কাজী ইনাম আহমেদের দাবি, ওয়ানডে ফরম্যাটে সম্ভব না হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে আগামী মে-জুনে স্থগিত হওয়া ডিপিএল আয়োজন করবে বিসিবি। সেক্ষেত্রে ক্রিকেটারদের পারিশ্রমিক ওয়ানডে লিগের জন্য নির্ধারিত পারিশ্রমিকের চেয়ে কমে যেতে পারে।

ক্রিকেটাররা অবশ্য তাতেই রাজি। ইনাম আহমেদ বলেন, আমরাওই লিগটিকেই শেষ করতে চাই। ফরম্যাট বদলে করা যায় কি না দেখব। টি-২০ হলে পারিশ্রমিক কমে যাবে কি না এমন প্রশ্নের জবাবে জানান, ক্লাব ও কোয়াবের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমার মূল লক্ষ্য থাকবে খেলোয়াড়রা যেন ভালো পারিশ্রমিক পায়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা আমাকেই আগেই বলেছে- একটা টুর্নামেন্ট করেন, যদি আমাদের কিছু কন্সিডার করতে হয়, পারিশ্রমিক একটু কেটে রাখতে হয়- আমরা করতে পারি। আলোচনা করে সেই সিদ্ধান্তে আসবো। – বিডিক্রিকটাইম / বিসিবি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া