adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলিয়ান রোনাল্ডো ভ্যাসেকটমির ১১ বছর পর বাবা হচ্ছেন

স্পোর্টস ডেস্ক : বান্ধবী সেলিনা লকসের গর্বে আসছে ৪৪ বছর বয়সী সাবেক ফুটবলারের সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনাল্ডো ও তার বান্ধবী সেলিনা লকস এ ঘোষণা দিয়েছেন।

২০১০ সালে ভ্যাসেকটমি (পুরুষের গর্ভনিরোধ পদ্ধতি) করিয়েছিলেন ব্রাজিল সুপারস্টার। তার আগে চার সন্তান ছিল তার। অর্থাৎ পঞ্চমবারের মতো বাবা হচ্ছেন রোনাল্ডো। রোনাল্ডোর প্রথম সন্তানের নাম রোনাল্ড, মাইলিন ডমিংগসের গর্ভে তার জন্ম। এরপর মারিয়া বিয়াটিরিজ অ্যান্টনির গর্ভে জন্ম নেয় রোনাল্ডোর দুই কন্যা সন্তান- মারিয়া সোফিয়া ও মারিয়া অ্যালিস।
চতুর্থ সন্তানের নাম আলেকজান্ডার, মিশেল উমেজুর গর্ভে তার জন্ম হয়। এই সন্তান প্রমাণের জন্য রোনাল্ডোকে পিতৃত্ব পরীক্ষা দিতে হয়। এরপরই ভ্যাসেকটমি করান রোনাল্ডো।

রোনাল্ডোর বর্তমান বান্ধবী লকস ইন্সটাগ্রাম পোস্টে লিখেছেন, এই মুহূর্ত বর্ণনা করার জন্য কোনো শব্দ হয় না। আমার জীবনের নতুন একটি পর্ব শুরু হচ্ছে এবং এর সঙ্গে মহান দায়িত্বও জড়িয়ে। আমার ৩০ বছরের জীবনে ভেবেছি, এই মুহূর্ত একদিন আসবে। এখন সেই মুহূর্ত উপস্থিত। আমার ভেতরে এখন অপরিসীম সুখ।  জি নিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া