adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেসিডেন্টস কাপ ক্রিকেট টুর্নামেন্টে তিন দলের কোচ জাফরুল, গিবসন ও কুক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে আগামীকাল ১১ অক্টোবর রোববার থেকে মিরপুরে শুরু হবে বিসিবি প্রেসিডেন্টস কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তিন দলের এই টুর্নামেন্টে কোচিং করাবেন একজন দেশি ও তিনজন বিদেশি কোচ। তারা হলেন- জাফরুল এহসান, ওটিস গিবসন ও রায়ান কুক।

এদের মধ্যে জাফরুল দেশের বয়সভিত্তিক ও তরুণ দলগুলোকে নিয়ে নিয়মিত কাজ করছেন। শীর্ষস্থানীয় ও অভিজ্ঞ দেশি কোচদের মধ্যে তিনি অন্যতম। এছাড়া গিবসন বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ ও কুক ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিসিবি সূত্র জানিয়েছে, ওটিস গিবসন মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন নাজমুল একাদশ এবং রায়ান কুক তামিম ইকবালের নেতৃত্বাধীন তামিম একাদশের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামীকাল রোববার থেকে শুরু হয়ে ত্রিদলীয় বিসিবি প্রেসিডেন্টস কাপ শেষ হবে ২৩ অক্টোবর। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার পর শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ রাতে অনুষ্ঠিত হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া