adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাস্তা খোলা নেই, বার্সেলোনায় থেকেই যাচ্ছেন মেসি?

স্পোর্টস ডেস্ক : গতকাল প্রথম দফা বৈঠকে কোনো সুরাহা হয়নি। দুই পক্ষ নিজেদের অবস্থানে অনড়। এমন পরিস্থিতিতে আর্জেন্টাইন সংবাদকর্মী মার্টিন আরেভালোর টুইট চমকে দিতে পারে। তার দাবি, লিওনেল মেসির বার্সেলোনায় থেকে যাওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ।

অর্থাৎ বার্সার দাবি মেনে থেকে যেতে পারেন আর্জেন্টাইন তারকা। বার্সার দাবি, মেসির ক্লাব ছাড়ার ইচ্ছে কথা জানানোর শেষ সময় ছিল ১০ জুন, সেটা ১০ জুনই থাকবে। করোনার কারণে মৌসুম আগস্ট পর্যন্ত পেছালেও মেসির চুক্তির শর্তের সে মেয়াদ তো আর পেছানো হয়নি। ফলে মেসি এখনো বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ এবং তাকে নিতে চাইলে অন্য ক্লাবকে অর্থ খরচ করেই নিতে হবে। আর বার্সেলোনার অনিচ্ছায় নিতে চাইলে সে অঙ্কটা হতে হবে ৭০ কোটি ইউরো।

এদিকে ম্যানচেস্টার সিটি ও মেসিকে নিয়ে গুঞ্জন উঠলেও তা আলোর মুখ দেখবে কি না সে নিয়ে সন্দেহ আছে। প্রথম দফা বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ার পর এমন ভাবতে শুরু করেছেন বিশ্লেষকেরা। মার্টিন আরেভালো টিওয়াইসি স্পোর্টসকে বলেছেন, বার্সায় মেসির ভবিষ্যৎ নিয়ে ‘চূড়ান্ত’ সিদ্ধান্তটা আজই হতে পারে। আর সেটা হলো বর্তমান চুক্তির মেয়াদ পূরণ করতে বার্সায় থেকে যেতে পারেন মেসি।

তার সঙ্গে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ ২০২১ সালের জুন পর্যন্ত। আর্জেন্টাইন এ সংবাদকর্মী প্রায় ৮ ঘণ্টা আগে টুইট ও ইনস্টাগ্রামে পোস্ট দেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, আগামীকাল লিওনেল মেসিকে নিয়ে চূড়ান্ত কিছু হতে পারে। দৃশ্যপটে আসতে পারে নতুন কিছু। বিশ্বসেরা ফুটবলারের ২০২১ সালের জুন পর্যন্ত থেকে যাওয়ার নিরেট সম্ভাবনা আছে। চুক্তির মেয়াদ পূর্ণ করবেন তিনি এবং এ মুহূর্তে বিষয়টি নিয়ে তিনি ভাবছেন। নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা তাকে (বার্সায়) থেকে যাওয়ার অনুরোধ করেছেন। মেসি খুব দ্রুতই এর সমাধান করবেন এবং জানাবেন। দেখা যাক কী ঘটে।

টিওয়াইসি স্পোর্টসের সংবাদকর্মী সিজার লুইস মার্লো আরেভালোর উদ্ধৃতি দিয়ে ৯ ঘণ্টা আগে টুইট করেন, মেসির বার্সেলোনায় থেকে যাওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। আগামীকাল এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। এর ঘণ্টাখানেক পর আরও একটি টুইট করেন সিজার লুইস, ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় থেকে যাওয়ার ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবছেন মেসি। চুক্তির মেয়াদ পূর্ণ করেন যাবেন তিনি। – সিজার লুইসের টুইট/ প্রথমআলো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2020
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া