adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রীর জুতায় ঢাকা থেকে কলকাতায় যাচ্ছিল দেড় কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতা থেকে প্রায় দেড় কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। ওই যাত্রী তার জুতায় ১৪টি ও গায়ে একটি স্বর্ণের বার বহন করছিলেন।

শুল্ক গোয়েন্দা মহাপরিচালক (ডিজি) ড. শহীদুল ইসলাম জানান, রবিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে কাস্টমস গোয়েন্দা তাকে আটক করে। বিমানবন্দরের বহির্গমন বোর্ডিং ব্রিজ-১১ এর চেকিং পয়েন্টে ওই যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঢাকা থেকে কলকাতাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ২০১ ফ্লাইটের ওই যাত্রী মো. পাশা। চলাচলে সন্দেহ হলে যাত্রীর ব্যাগ ও দেহ তল্লাশি করে শুল্ক গোয়েন্দা টিম। উদ্ধার স্বর্ণের বাজার দাম প্রায় ৭৫ লাখ টাকা।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ড. শহীদুল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2020
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া