adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চালকের আসনে দক্ষিণাঞ্চল

নিজস্ব প্রতিবেদক : মাহমুদউল্লাহ ব্যর্থ হলেও বিসিএলের ফাইনালে চালকের আসনে রয়েছে তার দল দক্ষিণাঞ্চল। তাদের ৪৮৬ রানের জবাবের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১১০ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে আশরাফুল-ইমরুলের পূর্বাঞ্চল। তারা এখনো ৩৭৬ রান পিছিয়ে রয়েছে।

এ দিন ব্যাট হাতে ব্যর্থ হন পূর্বাঞ্চলের দুই ওপেনার পিনাক ঘোষ ও মোহাম্মদ আশরাফুল। ৬৩ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে তুললেও দুইজনের কেউই ইনিংস লম্বা করতে পারেননি। পিনাক ঘোষ ৩৮ ও আশরাফুল করেন ২৮ রান। এছাড়া ব্যর্থ হয়েছেন দলের অধিনায়ক ইমরুল কায়েসও। তিনি করেন ২২ রান। মাহমুদুল হাসান ও আফিফ হোসেন তৃতীয় দিনের খেলা শুরু করবেন। দক্ষিণাঞ্চলের আব্দুর রাজ্জাক ২ ও শফিউল ইসলাম নেন ১ উইকেট।

এর আগে, ৬ উইকেটে ৩০৫ রান তুলে প্রথম দিন শেষ করেছিল পূর্বাঞ্চল। দ্বিতীয় দিনে তারা আরও ১৮১ রান যোগ করে। সর্বোচ্চ ১০৩ রান করে অপরাজিত থাকেন ফরহাদ রেজা। এছাড়া ফজলে মাহমুদ ৮৯ রান, শামসুর রহমান ৭৯ ও এনামুল হক করেন ৭৬ রান। টেস্ট দল থেকে বিশ্রাম পাওয়া মাহমুদউল্লাহ বিসিএলেও ব্যর্থ হয়েছেন। তিনি করেন মাত্র ১ রান। পূর্বাঞ্চলের পক্ষে রুয়েল মিয়া, সাকলাইন সজিব ও মোহাম্মদ আশরাফুল নেন দুটি করে উইকেট। এছাড়া আবু হায়দার রনি ও আফিফ হোসেন ধ্রুব একটি করে উইকেট শিকার করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া