adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগে ছিলেন ম্যাককালাম নাইট রাইডার্সের ক্রিকেটার, এবার হেড কোচ

স্পাের্টস ডেস্ক : কলকাতা নাইটরাইডার্সের (কেকেআর) হেড কোচ হলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। আজ বৃহস্পতিবার কেকেআর জানিয়ে দিল, নতুন মৌসুমে ম্যাককালামের হাতেই থাকবে নাইটদের রিমোট কন্ট্রোল।

কেকেআর-এর নতুন দায়িত্ব নিয়ে ম্যাকালাম বলেন, এই দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে বড় সম্মানের। আইপিএল ও সিপিএল-এ (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) কলকাতা নাইট রাইডার্স-এর দলটা দারুণ। কেকেআর-এর সিইও ভেঙ্কি মাইসোর বলেন, দীর্ঘদিন ধরেই ব্রেন্ডন কেকেআর-এর সদস্য।

আইপিএল-এর প্রথম সংস্করণের প্রথম ম্যাচেই নাইট রাইডার্স-এর হয়ে বিধ্বংসী ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ব্রেন্ডন ম্যাকালাম ফিরলেন তার পুরনো ক্লাবে। তবে ক্রিকেটার হিসেবে নয়, হেড কোচ হিসেবে। ব্যাটের বদলে এবার মগজাস্ত্রই তার ভরসা।

সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ম্যাকালাম। ব্যাট-প্যাড তুলে রাখার পরে কোচিংকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন এই সাবেক কিউই ক্রিকেটার। কেকেআর আগেই ছেড়ে দিয়েছে সহকারী কোচ সাইমন ক্যাটিচ ও হেড কোচ জাক ক্যালিসকে

নিউজিল্যান্ডের হয়ে ১০১টি টেস্ট ম্যাচ খেলেছেন ম্যাকালাম। ব্যাট হাতে তার সংগ্রহ ৬,৪৫৩ রান। ২৬০টি ওয়ানডেতে তার রান ৬,০৮৩। স্ট্রাইক রেট ৯৬.৩৭। মারকুটে ব্যাটসম্যান হিসেবে ম্যাকালামের পরিচিতি রয়েছে। সেই কারণেই তাকে দলে নেওয়ার জন্য মরিয়া থাকত ফ্র্যাঞ্চাইজিগুলো। ব্যাট-প্যাড তুলে রাখার পরেই অবশ্য ভূমিকা বদলে যাচ্ছে ম্যাকালামের। -ক্রিকইনফো/ আনন্দবাজার

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2019
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া