adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাংসের হামাগুড়ি (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : মুরগি হেঁটে যাচ্ছে, তাতে বিস্ময়ের কি আছে? কিন্তু মুরগির মাংস যদি হেঁটে বেড়ায় কিংবা হামাগুড়ি দেয় ‘চক্ষু চড়ক গাছ’ হওয়াটা আস্বাভাবিক কিছু নয়৷

এমন বিস্ময়কর কাণ্ড কোথায় ঘটেছে তা জানা না গেলেও পাওয়া গেছে ভিডিও৷ দেখা গেলো, টেবিলের ওপর একটা প্লেটে রাখা কিছু কাঁচা মাংসের টুকরো৷ হঠাৎ করেই একটা মাংসের টুকরো হামাগুড়ি দিতে দিতে ছেড়ে এলো প্লেটের সীমানা৷ এবার প্লেট ছেড়ে টেবিলে এলো টুকরোটি৷ তারপর হামগুড়ি দিয়ে পড়ে গেল টেবিলের নীচে৷

বিশ্বাস হচ্ছে না তো? ভিডিওটি দেখুন৷ অনেকেই এই মাংসের টুকরোটির নাম দিয়েছেন ‘জম্বি চিকেন৷’ তবে ভিডিওটি সঠিক না কি বানানো তা নিয়ে কিন্তু নানা মত আছে৷ ব্যাখ্যা পরের কথা, ভিডিওটি খুব আগ্রহ নিয়ে দেখেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা৷

ভিডিওটির ব্যাখ্যা দিতে গিয়ে সায়েন্টিফিক অ্যামিরেকান জানিয়েছে, তাজা মাংসের টুকরোয় কিছু সক্রিয় নিউরণ থাকে, যা সোডিয়াম আয়নের সঙ্গে বিক্রিয়ার এমন আচরণ করতে পারে৷ লবণ এবং সয়া সসে এই উপাদানটি থাকে৷ ফলে মাংসটির ক্ষেত্রে এমন হয়ে থাকতে পারে৷

ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট স্নোপস জানিয়েছে, গেল জুনে চীনের সোশ্যাল মিডিয়া এই ভিডিওটি নিয়ে খুব আলোচনা ছিল৷ হংকং নিউজ বলছে, মাংসের টুকরোটি আসলে বিশেষ এক প্রজাতির ব্যাঙ হতে পারে৷

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বাস্তুসংস্থান ও বিবর্তনমূলক জীববিদ্যার অধ্যাপক ড. জোন্স ওয়েইন মনে করেন, এটি কোনোভাবে ব্যাঙ হতে পারে না৷ হতে পারে কোনো মাছ কিংবা অন্যকিছু৷

বিশ্লেষকরা যতো বিচার বিশ্লেষণ করুক না কেন, ভিডিওটি বেশ আগ্রহ নিয়ে দেখছেন নেটিজেনরা৷-ডি ডাব্লুউ

 

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া