adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি- টোয়েন্টি ক্রিকেটে ৩১৪ রানের বিশ্বরেকর্ড উগান্ডা নারী দলের

স্পোর্টস ডেস্ক : মালির বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়ে ৩১৪ রান করেছে উগান্ডার নারী দল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির নারী ও পুরুষদের প্রতিযোগিতায় এটাই সর্বোচ্চ। বৃহস্পতিবার কিগালি শহরে কুইবিউকা উমেনস টোয়েন্টিতে ৩১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় উগান্ডার নারী ক্রিকেট দল। খবর ক্রিকট্রেকার।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়ার পর চমৎকার শুরু করেন প্রোসকোভিয়া আলাকো এবং নাকিসুইয়া। ৫.৪ ওভারে তারা ৮২ রান করেন। নাকিসুইয়া ১৮ বলে ৩৪ বল করার পর রান আউট হয়ে যান।

এর পরে আর কোনো ছাড় পায়নি মালির নারী ক্রিকেটাররা। পরে আলাকোকে সঙ্গে নিয়ে এক ঝড়ো ইনিংস শুরু করেন ২০ বছর বয়স রিতা মুসামালি।

পরবর্তী সময়ে ওই জুটি একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। আর মালির বোলাররা প্রচুর নো-বল ও ওয়াইড দিয়ে তাদের সহায়তা করেন। এভাবে রিটা ও আলাকো একটা সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হন। আলাকো ৭১ বলে ১৫টি চার হাঁকিয়ে ১১৬ রান করেন। আর তার সঙ্গী রিটা ৬১ বলে করেন ১০৩ রান। পুরো খেলায় একটি মাত্র ছক্কা মারতে পেরেছেন তারা।

তবে অতিরিক্ত ৬১ রান দিয়ে উগান্ডাকে রেকর্ড গড়ায় সহায়তা করেন মালির নারীরা। মালির বোলাররা ৩০টি নো-বল আর ২৮টি ওয়াইড দেন।

আর সবচেয়ে বড় ঝড়টি বয়ে গেছে ওউমোউ সোর ওপর দিয়ে। তিন ওভার বল করে তিনি ৮২ রান দিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর- উগান্ডা: ৩১৪/২, (আলাকা ১১৬, মৌসামালি ১০৩*; কোনে ১/৫৯)

মালি: ১০/১০, (টি কোনাটে ৪, আনইয়াগো ৩/১, এস কাকেই ২/১)

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2019
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া