adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার শেয়ারবাজারে ৪ মাসে সর্বনিম্নে সূচক

ডেস্ক রিপাের্ট : পতনের মধ্য দিয়েই দিন পার করছে দেশের শেয়ারবাজার। আজ বুধবার ঢাকার বাজারে আরও একধাপ প্রধান সূচকের পতন হয়েছে। এ নিয়ে গত ৪ মাসের মধ্যে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সূচকটি সর্বনিম্নে অবস্থান করছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ২০ পয়েন্ট কমে ৫ হাজার ২৪০ পয়েন্টে নেমে গেছে।
এর আগে জাতীয় একাদশ নির্বাচনের পরবর্তী মুহূর্তে জানুয়ারিতে সূচকটি ৫ হাজার ২০০ পয়েন্টের কাছাকাছি চলে আসে।

আজ বাজারে অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২১১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৮ পয়েন্টে নেমে গেছে।
ডিএসইতে টাকার অংকে এদিন লেনদেন হয়েছে ৩৩২ কোটি ৮৪ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৩৪ কোটি ২২ লাখ টাকা বেশি।
মঙ্গলবার এ বাজারে লেনদেন ছিল ২৯৮ কোটি ৬২ লাখ টাকার।

আজ ডিএসইতে ৩৪৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। কমেছে ২০৩টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স ৪৫ পয়েন্ট কমে ৯ হাজার ৭০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৬ লাখ টাকা। যা গতদিন থেকে কিছু বেশি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া