adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলের মাঝপথেই দেশে ফিরবেন যে সব অন্তর্জাতিক তারকারা

স্পাের্টস ডেস্ক : চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের বয়স যত বাড়ছে, উত্তেজক হচ্ছে প্লে-অফ টিকিটের লড়াই৷ চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই শেষ চারে থাকা নিশ্চিত করেছে। খাদের কিনারায় দাঁড়িয়ে রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো দলগুলি৷ তবে প্লে-অফের অঙ্ক থেকে তাদের একেবারে ছেঁটে ফেলা যাবে না। বাকি সাতটি দলই খাতায়-কলমে এখনও শেষ চারের লড়াইয়ে টিকে রয়েছে।

প্লে-অফ উইক যত সামনে আসছে, আইপিএলের উত্তেজনা তত বাড়ছে৷ পাল্লা দিয়ে রক্তচাপ বাড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলির। যদিও একটা দুশ্চিন্তা কম-বেশি তাড়া করতে শুরু করেছে সব দলকেই। শিয়রে বিশ্বকাপ। আইপিএল মিটলেই বিশ্বকাপের আবহে ঢুকে পড়বে গোটা ক্রিকেটবিশ্ব৷ প্রায় সব দলই বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করেছে।

এই অবস্থায় বিশ্বকাপের প্রস্তুতির জন্য আন্তর্জাতিক ক্রিকেটারদের আইপিএলের মাঝপথেই ছেড়ে দিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের৷ ভারতীয় ক্রিকেটারদের পাওয়া গেলেও গুরুত্বপূর্ণ বিদেশী ক্রিকেটাররা দেশে ফিরলে শক্তি কমবে সব দলেরই। এক ঝলকে দেখে নেওয়া যাক, কোন দলকে আইপিএলের মাঝেই ছেড়ে দিতে হবে কোন কোন বিদেশী ক্রিকেটারদের।

চেন্নাই সুপার কিংস: ফ্যাফ ডু’প্লেসি, ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), দিল্লি ক্যাপিটালস: কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), মুম্বই ইন্ডিয়ান্স: জেসন বেহরেনডর্ফ (অস্ট্রেলিয়া), কুইন্টন ডি’কক (দক্ষিণ আফ্রিকা), সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), জনি বেয়ারস্টো (ইংল্যান্ড), শাকিব আল হাসান (বাংলাদেশ), কিংস ইলেভেন পঞ্জাব: ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), কলকাতা নাইট রাইডার্স: জো ডেনলি (ইংল্যান্ড), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), মঈন আলি (ইংল্যান্ড), মার্কাস স্টোইনিস (অস্ট্রেলিয়া), রাজস্থান রয়্যালস: জোস বাটলার, বেন স্টোকস, জোফ্রা আর্চার (ইংল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)

ওয়েস্ট ইন্ডিজ এখনও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা না করায় ক্যারিবিয়ান ক্রিকেটারদের আইপিএল ছাড়ার ছবিটি এখনও স্পষ্ট হয়নি৷ বুধবারই ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের বিশ্বকাপ দল ঘোষণা করার কথা। নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ক্রিকেটারদের গোটা আইপিএলেই দলে পাবে ফ্র্যাঞ্চাইজিরা৷ লসিথ মালিঙ্গাও থেকে যাবেন মুম্বই ইন্ডিয়ান্সে।-কলকাতা টোয়েন্ট ফাের

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া