adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইরানি ত্রাণ-সামগ্রী গাজায় যেতে অনুমতি দিল মিশর

ইরানের ত্রাণ-সামগ্রী (ফাইল ফটো)আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের ত্রাণ-সামগ্রী অবরুদ্ধ গাজা উপত্যকায় যাওয়ার অনুমতি দিয়েছে মিশর। এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তিনি জানিয়েছেন, ইরান থেকে যাওয়া খাদ্য এবং ওষুধ সামগ্রী গ্রহণ করে তা গাজায় পৌঁছে দিতে রাজি হয়েছে মিশর।
ইরানের স্বেচ্ছাসবী সংস্থা রেড ক্রিসেট নতুন করে ১০০ মেট্রিকটন ত্রাণের বহর প্রস্তুত করেছে যা শিগগিরি বিমানে করে কায়রোয় নেয়া হবে। ত্রাণ সহায়তার এ চালান যুদ্ধবিধ্বস্ত গাজার লোকজনের দুর্ভোগ অনেকখানি কমাবে বলে আশা করা হচ্ছে।
জুলাই মাসের শেষ দিকে আরব ও আফ্রিকা বিষয়ক ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, ইরানের রেড ক্রিসেন্ট সংস্থা গাজার জনগণের জন্য ত্রাণ-সামগ্রীর প্রথম চালান মিশরের রাজধানী কায়রোয় নিয়েছে এবং সেগুলোকে রাফাহ ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় পাঠানো হবে। কিন্তু মিশরের আনুষ্ঠানিক অনুমতির জন্য সে ত্রাণ-সামগ্রী এখনো কায়রোয় রয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া