adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে কোনো হুমকি নেই তবে আমরা সতর্ক: বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন মন্ত্রী।

সোমবার বনানীতে শ্রীলঙ্কায় বোমা হামলায় আহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম এমপির স্বজন হারানোয় তার পরিবারকে সান্ত্বনা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

বোমা হামলায় শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছে। আর জামাতা মশিউল হক চৌধুরী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার জায়ানের মরদেহ দেশে আনা হতে পারে বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কোনো রেড অ্যালার্ট জারি করা হয়নি। তবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ছিল এবং আছে।’

মন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।’

কামাল বলেন, ‘আমাদের দেশে হলি আর্টিজানের ঘটনার পর আমরা শক্ত হাতে তা দমন করেছি। এখন বাংলাদেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। এ দেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না।’

শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর লাশ মঙ্গলবার দেশে আসবে জানিয়ে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার ডাক্তাররা জামাই মশিউল হক চৌধুরীর চিকিৎসা করছেন। তিনি এখন ঝুঁকিমুক্ত আছেন।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া