adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আয়ারল্যান্ড সফরে বাড়তি নিরাপত্তা চেয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নড়েচেড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা নিয়ে এখন বেশ সতর্ক দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার কর্তারা। আসন্ন আয়ারল্যান্ড সফরে বাড়তি নিরাপত্তা চেয়েছেন তারা।

আগামী ১ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। টুর্নামেন্টের অপর দল ওয়েস্ট ইন্ডিজ। খেলা গড়াবে ৫ মে। হাতে সময়ও খুব বেশি নেই। তাই আগেভাগেই সব প্রস্তুতি সেরে ফেলতে চাচ্ছে বিসিবি। ইতিমধ্যে ক্রিকেট আয়ারল্যান্ডকে (সিআই) নিরাপত্তা পরিকল্পনা পাঠাতে বলেছে বোর্ড।

সিআইকে বলা হয়েছে, মর্মান্তিক ক্রাইস্টচার্চ ঘটনার পরবর্তী পরিস্থিতিতে সুনির্দিষ্ট নিরাপত্তা-পরিকল্পনার ব্যাপারে আগের চেয়ে বেশি সচেতন হয়েছে বিসিবি। ২০১৭ সালে আয়ারল্যান্ড সফরের নিরাপত্তা ব্যবস্থায় বিসিবি সন্তুষ্ট ছিল। তবে সমসাময়িক পরিস্থিতিতে আইরিশদের কাছ থেকে বাড়তি নিরাপত্তা চাচ্ছে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গেল ১৫ মার্চ ক্রাইস্টচার্চের মসজিদ আল নূরে জুমার নামাজের সময় মুসল্লিদের ওপর নৃশংস হামলা চালায় শেতাঙ্গ সন্ত্রাসী ব্রেনটন টেরেন্ট। এতে ৪১ জন নিহত হন। আহত হন প্রায় অর্ধশতাধিক। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাংলাদেশ ক্রিকেটাররা। পরে দ্রুত দেশে ফেরেন মাহমুদউল্লাহরা।

সেই নারকীয় সন্ত্রাসী হামলার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিসিবি বস নাজমুল হাসান পাপন বলেন, এখন থেকে বাংলাদেশ যে দেশেই খেলতে যাক না কেন, মিনিমাম নিরাপত্তা ব্যবস্থা না করলে যাবে না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2019
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া