adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘হার্দিক-রাহুলের শাস্তি হয়, অপরাধী হয়েও ক্রিকেটার শামিকে শাস্তি দেয় না বোর্ড’

স্পোর্টস ডেস্ক : কফি উইথ করণ কা- অতীত। নির্বাসনের চক্কর কাটিয়ে জাতীয় দলের জার্সিতে স্বমহিমায় প্রত্যাবর্তন করেছেন হার্দিক পান্ডে, লোকেশ রাহুল দু’জনেই। গোটা দেশ জুড়েই সমালোচিত হতে হয়েছিল হার্দিকদের। তবে হার্দিকদের পাশে দাঁড়ালেন সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। তিনি সরাসরি বোর্ডের নির্বাসনের যৌক্তিকতা নিয়ে মুখ খুললেন এবার।হাসিন জানিয়ে দিলেন, হার্দিক-রাহুলদের সাসপেন্ড করে বোর্ড কী বোঝাতে চাইল। হার্দিকদের বিরুদ্ধে তো কোনও মহিলা অভিযোগ করেনি। নিজের মতটার কথা সোজাসুজি বলেছিল। এমন কথা বলার জন্য ওদের নির্বাসনে কেন পাঠানো হল? বাস্তব কথাটা ওরা সোজাসুজি বলেছিল। তাহলে সামির ক্ষেত্রে হল না কেন!

হার্দিকদের নির্বাসনের প্রসঙ্গে তিনি মহম্মদ সামির কথাও এনেছেন। তার বক্তব্য, হার্দিকদের বিরুদ্ধে কোনও মহিলা অভিযোগ না তোলা সত্ত্বেও ওদের সাসপেন্ড হতে হয়েছিল। তবে সামিকে কেন তা করা হল না! একজন ক্রিকেটার যখন খারাপ কাজ করেছে, তা তুলে ধরেছি আমি। তবে অর্থ, প্রতিপত্তির কাছে হার মানতে হয়েছে। বদনাম করে দেওয়া হয়েছে আমাকে। আমি আইনত বৈধ স্ত্রী হয়ে বধূ নির্যাতন, অবৈধ সম্পর্কের কথা জানিয়েছি, সেটার প্রমাণও দিয়েছি। তা সত্ত্বেও সামিকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি!

বোর্ডের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রাক্তন এই মডেলের। তিনি জানিয়েছেন, দিল্লিতে গিয়ে বোর্ড প্রেসিডেন্টের কাছে সামির বিরুদ্ধে চলা তদন্তের রিপোর্ট চেয়েছিলাম। উনি সরাসরি আমাকে তা দিতে অস্বীকার করেছিলেন। ফিক্সিং হোক বা আলিশবার সঙ্গে সামির অবৈধ সম্পর্ক, মহম্মদ ভাই কে তদন্তই তো ঠিক করে হল না। সরাসরি সামিকে ক্লিনচিট দিয়ে দেওয়া হল।পাশাপাশি তার সংযোজন, বোর্ড তো সামির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিল না।

সামির বিরুদ্ধে যে তিনি শেষ দেখে ছাড়বেন, তারও ইঙ্গিত মিলেছে তার কণ্ঠে, সামি ও আমি আর আমার মেয়ের জীবনটাই শেষ করে দিল। বোর্ডের মেম্বাররা কি ধোয়া তুলসি পাতা?

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া