adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে ৭শ’ বছরের পুরনো পবিত্র কোরআন দেখতে উপচে পড়া ভিড়

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ছিংহাই ও গানসুতে শুরু হয়েছে পবিত্র কুরআনের হাতে লেখা প্রাচীন এক পাণ্ডুলিপির প্রদর্শনী।

এটি ৮৬৭ পৃষ্ঠায় হাতে লেখা দুই খণ্ডের পবিত্র কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি।

স্থানীয় সংবাদমাধ্যম ছিংহুয়ানেট ডট কম জানিয়েছে, এ পাণ্ডুলিপি দেখতে ওই প্রদর্শনীতে ভিড় জমাচ্ছেন চীনের হাজার হাজার মুসলিম।

অন্যান্য ধর্মাবলম্বীরাও কোরআনের প্রাচীন এই পাণ্ডুলিপি দেখতে আসছেন বলে জানা গেছে।

এ প্রদর্শনীর আয়োজক দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ।

গত ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রদর্শনীটি আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা জানান, প্রাচীন এই কোরআন শরীফ দেখতে প্রতিদিন ৬ হাজারেরও বেশি মানুষ আসছেন এখানে।

এদের মধ্যে ছিংহাই ও গানসু প্রদেশের সীমান্তবর্তী শহর শীনিংগের বাসিন্দারাই বেশি।

এর আগে ধর্মগ্রন্থটি স্থানীয় জিইযি মসজিদে সংরক্ষিত ছিল। অনুমান করা হচ্ছে যে, ১১ থেকে ১৩ শতকের কোনো এক সময়ে কোরআনের এ পাণ্ডুলিপিটি লেখা হয়েছিল।

প্রায় সাতশ বছর পেরিয়ে গেলেও পাণ্ডুলিপির আরবি হরফগুলো এখনো সুন্দর এবং উজ্জ্বল রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া