adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএনসিসি নির্বাচনে ফরম জমা দিলেন আতিকুল ইসলাম ও তমিজি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিলেন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম ও মানবিক ঢাকার চেয়ারম্যান ব্যবসায়ী আদম তমিজি হক।

শুক্রবার বিকাল পৌনে ৫টায় ধানমণ্ডি কার্যালয়ে দলের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছে মনোনয়ন জমা দেন তারা।

প্রথমে মনোনয়নপত্র জমা দেন আদম তমিজি হক এরপর তারা বেরিয়ে গেলে আতিকুল ইসলাম জমা দেন।

মনোনয়নপত্র জমা দেয়া শেষে আতিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলে বিজয়ী হয়ে আনিসুলের অসমাপ্ত কাজ শেষ করতে চাই।

তিনি বলেন, মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে দল ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করব।

এর আগে, গত বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে আতিকুল ও তমিজির পক্ষে মনোনয়ন ফরম কিনেন দলের নেতাকর্মীরা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে এবং উত্তর ও দক্ষিণের ৩৬টি সাধারণ এবং ১২টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপ্রত্যাশীরা দিনরাত ব্যয় করছেন কেন্দ্রীয় ও মহানগর নেতাদের দ্বারে দ্বারে। নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ে ব্যস্ত সময় পার করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ইতিমধ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে দলটি।

আগামী ২৬ জানুয়ারি দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ মুহূর্তে আওয়ামী লীগে আলোচনার বিষয়বস্তু- কে হচ্ছেন ঢাকা উত্তরে আনিসুল হকের উত্তরসূরি।

গত মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

তফসিলে অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।

২০১৭ সালে ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও হাইকোর্টের রায়ে তা স্থগিত হয়ে যায়। ওই সময় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন ব্যবসায়ী আতিকুল ইসলাম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2019
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া