adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ছেলেদের সঙ্গে খেলেই ছক্কা মারতে শিখেছি’

HERPITস্পাের্টস ডেস্ক : প্রতিপক্ষ ছিল ৬ বারের চ্যাম্পিয়ন পরাক্রমশালী অস্ট্রেলিয়া। ফাইনালে ওঠার লড়াইয়ে নেমে শুরুতে মুখ থুবড়ে পড়েছিল ভারত। কিন্তু এরপরই ঝড় উঠল ডার্বিতে। সেই ঝড়ে বল সীমানার বাইরে যেতে থাকল বারবার। মোট ২০ বার মাটি কামড়ে আর ৭ বার বাউন্ডারি লাইনের ওপর দিয়ে! এই ঝড়ের নাম হরমনপ্রীত কউর! তার ১১৫ বলে ১৭১ রানের টর্নেডো ইনিংসে খড়কুটোর মত উড়ে গেল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া! ওই ইনিংস ভারতকে ফাইনালে তুলেছিল ঠিকই কিন্তু চ্যাম্পিয়ন করতে পারেনি।  

ফাইনালে ৯ রানে হেরে যাওয়া ম্যাচেও হারমনপ্রীতের ব্যাট থেকেই এসেছি হাফ সেঞ্চুরি। রানার্সআপ হয়েও দেশে ফেরার পর রাজকীয় সংবর্ধনায় সিক্ত হলেন মিতালি রাজের দল। সবকিছু ছাড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে হারমনপ্রীতের ১৭১ রানের ইনিংসই বারবার আলোচনায় আসছে।  সেই হারমনপ্রীত কউর বৃহস্পতিবার ভারতের মাটিতে পা রেখেই জানিয়ে দিলেন তার বিগ হিটিংয়ের পিছনের সিক্রেট।  

অনেকে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট লিজেন্ড কপিল দেবের সঙ্গে হারমনপ্রীতের তুলনা শুরু করেছেন। যদিও ভারতীয় ক্রিকেটের নতুন এই তারকার কাছে, এটাই তার স্বাভাবিক ব্যাটিং। কিন্তু বিগ হিটার কী ভাবে হয়ে উঠলেন তিনি? বলেন, 'আমি ছোটবেলা থেকেই এ ভাবে ব্যাট করতে ভালবাসি। আমি এ রকম ব্যাটিং শিখেছি ছেলেদের সঙ্গে খেলেই। ওরা সব সময় ছক্কা হাঁকাতে ভালবাসত। আমিও সেটাই ভালবাসি। '

ফাইনালেও একইভাবে ব্যাট চালাতে চেয়েছিলেন। যেখানে হেরে যেতে হয়েছিল ইংল্যান্ডের কাছে। হারমনপ্রীত বলেন, 'ফাইনালে আমাদের রান দরকার ছিল, আমি রানের জন্যই ছুটছিলাম। আমি যে শটটা খেলেছিলাম মনে হয়েছিল সঠিক কিন্তু তা সরাসরি চলে যায় ফিল্ডারের কাছে। আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। '

যদিও ভারতের ঘরোয়া ক্রিকেটে এরকম অনেক ইনিংস আছে হারমনপ্রীতের; তবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন রান এই প্রথম। তার ভাষায়, 'এই খেলা সকলেই টিভিতে দেখেছে। সবাই বুঝেছে আমরা জেতার জন্য মুখিয়ে ছিলাম। আর আমি খুশি আমি এই ইনিংসটা খেলতে পেরেছিলাম। তবে শিরোপা নিয়ে দেশে ফিরতে পারলে সবচেয়ে খুশি হতাম। -কলকাতা২৪

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া