adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘কঠোর আন্দোলনের জন্য দলকে ঢেলে সাজাবে বিএনপি’

Tareq-Hannan-Shaনিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘আগামীতে সরকার পতনের জন্য কঠোর আন্দোলন করতে দলকে ঢেলে সাজাবে বিএনপি। দলের নতুন কমিটিতে শুধু নিবেদিতপ্রাণ কর্মীদেরই স্থান থাকবে, ফাঁকিবাজদের কোনো স্থান হবে না।’
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বুধবার দুপুরে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দল নামে একটি সংগঠন এ সভার আয়োজন করে।
হান্নান শাহ বলেন, ‘আমরা অতীতে এই অবৈধ সরকারের বিরুদ্ধে ছোটখাটো আন্দোলন করেছি। এবার দল পুনর্গঠন করে ঢেলে সাজিয়ে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
বর্তমান সরকারকে বলার কিছুই নেই উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘যে সরকার বিশ্ব বেহায়া নারী কেলেঙ্কারি এরশাদের সঙ্গে জোট বেঁধে বড় বড় কথা বলছে তাকে বলার কিছুই থাকে না।’
তিনি বলেন, ‘এখন খবরে দেখা যায় জলাবদ্ধতায় ঢাকা তলিয়ে গেছে। কিছুদিন পরে এভাবেই খবরে দেখা যাবে আওয়ামী লীগ তলিয়ে যাচ্ছে।’
হান্নান শাহ বলেন, ‘আগস্ট মাস আওয়ামী লীগের শোকের মাস। কিন্তু দেখা যায় এই শোকের মাসেই তাদের দলীয় একজন কেবিনেট মন্ত্রী মঞ্চে বসে গান গায়। এই যদি হয় তাদের শোকের মাসের চিহ্ন তাহলে তাদের কিছু বলার থাকে না। এভাবে চলতে থাকলে জনগণ তাদের ভালইবাসবে।’
সাবেক সামরিক বাহিনীর কর্মকর্তা আ স ম হান্নান শাহ বলেন, ‘কারফিউ জারির পর গুলি করার অর্ডার থাকলেও পূর্বে এ ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে রাস্তায় দেখামাত্রই বিরোধী দলের নেতাকর্মীদের গুলি করে মারছে। তারা ভাবছে বন্দুকের গুলির ওপর ভর করে ক্ষমতায় টিকে থাকা যাবে, কিন্তু এটি স্থায়ী নয়।’
তিনি আরও বলেন, ‘কিছু মিডিয়ায় বলা হচ্ছে বিএনপি দল ভেঙে গেছে। শেষ হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে আমি বলছি, বিএনপি শেষ হওয়ার মতো দল নয়। যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান; সে দল শেষ হতে পারে না। সময়মতো ঠিকই জেগে ওঠবে।’
আয়োজক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দলের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংগঠনের যুগ্ম-সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া