adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপিকে ইনু – ফাঁসি চাইলেই বিচারে হস্তক্ষেপ হয় না

নিজস্ব প্রতিবেদক : কোনো ঘটনার বিচার চলাকালে ক্ষতিগ্রস্তরা সর্বোচ্চ সাজা বা ফাঁসির দাবি করলে তা বিচারে হস্তক্ষেপ নয় না বলে বিএনপিকে স্মরণ করিয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকতে ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্য চালানো গ্রেনেড হামলা মামলার বিচার নিয়ে বিএনপির প্রতিক্রিয়ায় এই জবাব দিয়েছেন সরকারের মুখপাত্র।

ঈদুল আজহা ও দুই দিনের সাপ্তাহিক ছুটি শেষে রােববার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করছিলেন তথ্যমন্ত্রী।

এবার ঈদের আগের দিন ছিল গ্রেনেড হামলা মামলার ১৪ তম বার্ষিকী। আর বরাবরের মতোই নিহতদের স্মরণে নির্মিত বেদীতে শ্রদ্ধা জানিয়ে শেখ হাসিনা সেই দিনের ঘটনার স্মৃতিচারণ, বিএনপি সরকারের অবস্থান ও নানা কাজকর্ম তুলে ধরেন। বলেন, বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান এই হামলার পরিকল্পনায় জড়িত।

রায়ের অপেক্ষায় থাকা এই মামলায় খালেদা জিয়া আসামি নন, তবে তারেক রহমানের বিচার চলছে তার অনুপস্থিতি। তার মৃত্যুদণ্ডও দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

এখন শেষ আসামি হিসেবে জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে যুক্তি উপস্থাপন চলছি। আজ, আগামীকাল এবং মঙ্গলবার যুক্তি উপস্থাপনের কথা আছে। এরপর সেপ্টেম্বরে রায়ের আশা করছে রাষ্ট্রপক্ষ।

প্রধানমন্ত্রী ২১ আগস্টের হামলার বিষয়ে বরাবর খালেদা জিয়া ও তারেক রহমানকে দায়ী করেন। তবে রায়ের আগে আগে তার এই বক্তব্যকে বিচারে হস্তক্ষেপ বলে দাবি করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মুখপাত্র রুহুল কবির রিজভী দাবি করেছেন, ফরমায়েশী রায় হতে যাচ্ছে।

বিএনপির এই অভিযোগের জবাবে ইনু বলেন, ‘২১ আগস্টে সরাসরি আহত এবং ক্ষতিগ্রস্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্য যারা আছেন… খুনিদের সর্বোচ্চ সাজা এবং বিচার দাবিটা আদালতে হস্তক্ষেপের শামিল না।’

‘যেমন ৭১ এর খুনিদের সর্বোচ্চ সাজা এবং ফাঁসির দাবিতে দেশবাসী যখন আগের দিন পর্যযন্ত সোচ্চার ছিল, এই সোচ্চারটা বাদীপক্ষের একটা গণতান্ত্রিক অধিকার এবং তা আদালতের ওপর হস্তক্ষেপ হয় না।’

‘সুতরাং ক্ষতিগ্রস্ত যারা আছেন তারা ২১ আগস্টের মামরার রায়ে যাতে বিচার চাওয়া বা সর্বোচ্চ সাজা পায়, সেই আর্জি করা, সেই কথাটা বলা, আমি মনে করি না যে, এটা আদালতের ওপর হস্তক্ষেপ।’

তথ্যমন্ত্রী মনে করেন বিএনপির এই ‘শোরগোল’ ও ‘হৈ চৈ’ এর উদ্দেশ্য হচ্ছে, ‘তাদেরকে (খুনি) আড়াল করা এবং তাদেরকে ‘ফেরেশতার’ তমকা দিয়ে চোখের মণির মতো বিএনপিতে স্ব স্ব আসনে বহাল রাখা।

মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে বিএনপি একইভাবে অপরাধীরে রক্ষার চেষ্টা করেছিল-সেটিও স্মরণ করিয়ে দেন ইনু।

‘বড় ধরনের অপরাধ নিয়ে যখনই বিচার এবং সাজা দেয়ার সম্ভাবনা দেখা দেয়, তখনই একটা নিয়ে হৈ চৈ শোরগোল তোলে বিএনপি।’

‘এবং আমরা খেয়াল করেছি যে, বিএনপি এবং তার নেতৃবৃন্দ কখনই ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার চাননি, বঙ্গবন্ধু হত্যার বিচার চাননি, ২১ আগস্টের জঘন্য হত্যাকাণ্ডের বিচার চাননি, এমনকি ৯৩ দিনের মানুষ পোড়ানোর খুনিদেরও বিচার চাননি।’

‘উপরন্তু যখনই প্রশাসন এইসব বিচার আচারের সূত্রপাত করে, শুরু করে এবং আদালত যখন রায়ের দিকে এগিয়ে যায়, সেই সময় একটা শোরগোল করে।’

সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গ

নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের শেষে সাংবাদিকদের ওপর হামলাকারীরা চিহ্নিত না হওয়া নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী।

বলেন, ‘সাংবাদিকদের ওপরে যে হামলা হয়েছিল, সে ব্যাপারে আমি যে উদ্যোগ নিয়েছি, সে ব্যাপারে এখনও কার্যকরি পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গ্রহণ করা হয়নি। আজকে অফিস খুলল, এতদিন বন্ধ ছিল, বন্ধের মধ্যেও আমি তদবির অব্যাহত রেখেছি। আশা করছি যে, হামলাকারীরা আইনের আওতায় আসবে এবং সাজা পাবেন।’

‘কোটা, নিরাপদ সড়কের আন্দোলনের প্রভাব নেই গ্রামে’

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে গ্রামের জনগণের মধ্যে খুব একটা আলোচনা দেখেননি ইনু।

বরং ছুটিতে গিয়ে তথ্যমন্ত্রী দেখেছেন, গরুর দাম নিয়েই কথা হয়েছে বেশি।

‘আমার এলাকায় গরুর উৎপাদন হয়, ছাগলের উৎপাদন হয়; ৫০ হাজারের অধিক গরু ঢাকার বাজারে রপ্তানি করা হয়। সুতরাং গরুর দামটা কীভাবে পাচ্ছি, সে নিয়ে আলোচনা হয়েছে।’

‘বেশ কিছু গরু অবিক্রিত অবস্থায় ফেরত গেছে, সে জন্য কান্নাকাটি আছে।’

এবার ঈদের জামাতগুলো শান্তিপূর্ণ হয়েছে, জঙ্গি-সন্ত্রাসের আশঙ্কা ও হুমকি আসেনি বলেও তৃপ্ত ইনু। বলেন, ‘শেখ হাসিনার সরকার ঈদের জামাতকে নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে।’

‘সে দিক থেকে মনে করি যে, শেখ হাসিনার সরকার জঙ্গি, সন্ত্রাসীদের মোকাবেলা করতে যথেষ্ট সাফল্যের পরিচয় দিয়েছে এবং ধর্মীয় সম্প্রদায়ের উৎসবগুলোকে জঙ্গি-সন্ত্রাসমুক্ত রাখতে সক্ষম হয়েছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া