adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাচ গড়াপেটায় নির্বাসনের মুখে আর্জেন্টাইন তারকা

স্পোর্টস ডেস্ক : শুধু ক্রিকেট বা ফুটবল নয়, বেশ কিছুদিন ধরেই সর্বোচ্চ পর্যায়ের টেনিসেও গড়াপেটা নিয়ে গুঞ্জন চলছে আন্তর্জাতিক ক্রীড়ামহলে। একাধিক প্রাক্তন টেনিস তারকা দাবি করে আসছেন যে, পেশাদার সার্কিটের বহু টেনিস ম্যাচেই গড়াপেটা করে থাকেন প্রথম সারির তারকারা৷ এমনকি অভিযোগের আওতা থেকে বাদ পড়েনি গ্র্যান্ড স্ল্যাম ও মেজরজয়ীরাও।

এখনও পর্যন্ত কোনও রাঘব বোয়াল এমন অভিযোগের ভিত্তিতে টেনিস ইন্টেগ্রিটি ইউনিটের জালে না উঠলেও গড়াপেটার প্রসঙ্গ যথার্থ প্রমাণিত হল আরও একবার৷ ম্যাচ গড়াপেটার প্রত্যক্ষ প্রমাণ মিলল আর্জেন্তাইন টেনিস তারকা প্যাট্রিসিও হেরাসের বিরুদ্ধে।

এখনও পর্যন্ত নির্দিষ্ট শাস্তিবিধান না করা হলেও দোষি সাব্যস্ত হওয়ায় দীর্ঘমেয়াদি নির্বাসনের মুখে হেরাস৷ যদিও যতদিন না শাস্তি ঘোষণা করা হয়, কোনও ধরণের প্রতিযোগিতামূলক টেনিস ম্যাচে অংশগ্রহণ, আয়োজন এমন কি প্রতিযোগিতামূলক টেনিসের আসরে প্যাট্রিসিওর উপস্থিতির উপরেও প্রতিবন্ধকতা জারি করা হয়েছে।

২০১৫ সালে কলম্বিয়ার বারানকুইলা চ্যাসেঞ্জার ইভেন্টে ম্যাচ গড়াপেটা করেছিলেন হেরাস। ২৯ বছর বয়সি আর্জেন্তাইন তারকা তার বহছর দু’য়েক আগে এটিপির সিঙ্গলস ব়্যাংকিংয়ে কেরিয়ারের সেরা ২৬৯ নম্বরে পৌঁছেছিলেন৷ এই মুহূর্তে তাঁর সিঙ্গলস ব়্যাংকিং ৩০৬।

গত মে মাসে আরও দুই আর্জেন্তাইন টেনিস তারকার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ ওঠে৷ পরে তাঁরা দোষী সাব্যস্ত হওয়ায় শাস্তির মুখে পড়তে হয়৷ ফেডেরিকো কোরিয়া গড়াপেটার প্রস্তাব পাওয়া সত্ত্বেও দূর্নীতি দমন শাখার কাছে রিপোর্ট না করায় আটমাস নির্বাসিত হন৷ নিকোলাস কিকারকে ম্যাচ গড়াপেটার দায়ে ছ’বছরের জন্য নির্বাসিত করা হয়৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া